Total Pageviews

Tuesday, July 27, 2021

THREE YEARS SHE GREW IN SUN AND SHOWER - William Wordsworth – Translation in Bengali

Three Years She Grew in sun and shower, BY WILLIAM WORDSWORTH bangla translation,THREE YEARS SHE GREW William Wordsworth,Translation in Bengali


THREE YEARS SHE GREW IN SUN AND SHOWER - William Wordsworth Translation in Bengali

 

তিন বছর ধরে বেড়েছে সে রোদ বৃষ্টিতে

তিন বছর ধরে বেড়েছে সে রোদ বৃষ্টিতে

তারপর প্রকৃতি বলল, সুন্দরতর এমন পুষ্প

ধরার কাননে কভু দেখা যায়নিঃ

আমি নিজেই নেব শিশুটিকে;

সে হবে আমার আর আমি তাকে করব

আমারই নারী

আমার প্রিয়ার লাগি

আমি হব নিয়ম আর নিয়ন্ত্রকঃ আর আমার সাথে

মেয়েটি পর্বতে, সমতলে,

স্বর্গে, মর্তে, উপত্যকায়, নিকুঞ্জে,

অনুভব করবে উর্ধ্ব থেকে দৃষ্টি রাখা এক শক্তির

যা দয়া করবে আর নিয়ন্ত্রণ করবে

খেলবে সে হরিণ ছানার মতো

বন্য উল্লাসে নাচবে সে মাঠে

চঞ্চলা হবে গিরি ঝর্ণার মতো;

সৌরভ ছড়াবে তার নিঃশ্বাস,

নীরব আর শান্তু,

নির্বাক জড় বস্তুর শান্তি হবে সে

ভাসমান মেঘেরা উর্ধ্ব আকাশে তাকে ডাকবে

উইলো উদ্ভিদ সম্মান জানাবে তাকে

দেখতে সে ব্যর্থ হবে না

ঝড়ো বাতাসের কালেও

থরে থরে সাজান কুমারীর দেহ সৌষ্ঠব

নীরব সহানুভূতিতে

মাঝ রাতের তারকারাজি বন্ধু হবে

তার; কান পেতে থাকবে সে

অনেক গুপ্ত স্থানে

ছোট নদী যেখানে চলে বাঁকে বাঁকে,

সৌন্দর্য সৃষ্টি হয় কূলকূল ধ্বনি থেকে

সব মিশে তার অবয়বে

আনন্দের সঞ্জীবিত অনুভূতি

তার দেহটাকে আকর্ষণীয় উচ্চতা দেবে

তার কুমারী বুক ফুলে উঠবে;

এমনিভাবে লুসীকে লালন করব

যখন সে আর আমি একসাথে বাস করব

এইখানে এই পর্বতের সুখী দেশে

 

এমনিভাবে কথা বলে প্রকৃতি - কাজ শেষ হলো -

আমার লুসীর দৌড় কত দ্রুত শেষ হয়ে গেল!

সে মরে গেল আর রেখে গেল মোরে

এই গুল্মে, এই শান্ত নীরব দৃশ্যে;

সমস্ত স্মৃতি যা ঘটেছে,

আর কোন দিন বুঝি হবে না

 Tags: Three Years She Grew in sun and shower, BY WILLIAM WORDSWORTH bangla translation,THREE YEARS SHE GREW IN SUN AND SHOWER - William Wordsworth  Translation in Bengali

No comments:

Post a Comment