"Preface To Shakespeare" by Samuel Johnson – Summary and Key Points (Bangla) |
"Preface
To Shakespeare" by
Samuel Johnson – Summary and Key Points
(Bangla)
সারকথা :
" Preface
to Shakespeare " ড. স্যামুয়েল জনসন এর লেখা একটা তাৎপর্যপূর্ণ সাহিত্য-সমালোচনা। এটা শেক্সপিয়র এর নাট্য সংস্করণ এর ভূমিকাসরূপ লেখা একটা প্রবন্ধ। স্যামুয়েল জনসন এই প্রবন্ধে শেক্সপিয়র এর সাহিত্যগত গুণাবলী এবং কিছু ভুল তুলে ধরেছেন। স্যামুয়েল জনসন তার লেখার ভালো দিক ও খারাপ দিক গুলো উল্লেখ করেছেন, সংক্ষেপে নিচে দেয়া হলঃ
১) আধুনিক লেখকদের তুলনায় শেক্সপিয়র হচ্ছেন সবচেয়ে বেশি প্রকৃতিবাদী, প্রকৃতির কবি, জীবনের রূপকার।
২) শেক্সপিয়র এর চিত্রিত চরিত্রগুলো বাস্তববাদী ও সংসার জ্ঞানী।
৩) তার নাটকের চিত্রিত চরিত্র গুলোর মধ্যে কোনো বিশেষ বা নির্বিশেষ নেই।
৪) শেক্সপিয়র এর নাটকের অনন্যতা হচ্ছে, এগুলো সবই জীবনের দর্পণ।
৫ ) শেক্সপিয়র তার নাটকে ট্র্যাজেডি ও কমেডি কে মিশিয়ে ফেলেন, এটা একটা সমালোচিত দিক।
৬) তার একই নাটিকের একই চরিত্রের মধ্যে দুঃখ আনন্দের মেলবন্ধন ঘটিয়েছেন।
৭) তাঁর লেখার অন্যতম ত্রুটি হচ্ছে, তিনি তাঁর রচনার সুবিধার্থে নৈতিকতাকেও জলাঞ্জলি দেন, তাঁর প্রধান উদ্দেশ্যই থাকে দর্শকদের আনন্দ দেয়া,
উপদেশ দেয়া নয়।
৮) কখনো কখনো নাটকে তিনি অযৌক্তিক আবেগে জরিয়ে পড়েন যা তিনি সঠিক প্রকাশও করেন না আবার ছেড়েও দেন না।
৯) তাঁর নাটকে তিনি এ্যাকশনের ঐক্য রক্ষা করলেও স্থান ও সময়ের দিকে গুরুত্ব দেন নি।
১০) শেক্সপিয়র এর নাটক এর গল্পগুলো ইতিহাস থেকে বা পূর্ববর্তী লেখকদের লেখা থেকে ধার নেয়া।
১১) শেক্সপিয়র স্বশিক্ষিত ছিলেন, তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলনা।
১২) তার লেখার উৎকর্ষতার মূল ছিল তাঁর প্রতিভা।
১৩) জীবনের সফল রূপকার ছিলেন তিনি।
১৪) ইংরেজি ভাষাকে কোমল ও শ্রুতিমধুর করার প্রাপ্যতা তাঁরই।
১৫) ভবিষ্যৎ সুখ্যাতির ব্যাপারে তিনি ছিলেন উদাসিন। লেখাতে কোনো ত্রুটি সংশোধন করতে হবে,,
সে ব্যাপারেও উদাসীন ছিলেন।
১৬) শেক্সপিয়র এর রচনা ব্যাকরণ সিদ্ধ ছিল না। কিছুটা ছিল অসচ্ছ ও দুর্বোধ্য।
১৭) ভালো মন্দ মিলিয়েও তিনি সবার উপরে জনপ্রিয় লেখক,
নাট্যকার ও কবি।
আসলে যে বিষয় গুলো নিয়ে সমালোচনা করা হয়েছে, স্যামুয়েল জনসন তার প্রায় সব গুলোকেই খন্ডন করেছেন। ভুল গুলো নগণ্যই, যা তার জনপ্রিয়তা কে ছাপিয়ে উঠতে পারেনি। এভাবে স্যামুয়েল জনসন " preface
to Shakespeare " এ শেক্সপিয়র এর রচনা বিশেষ করে নাটকের ভালো দিক গুলোকে ফুটিয়ে তুলেছেন। এবং সমালোচিত দিক গুলোকে খন্ডন করেছেন জোড়ালো হাতে।
No comments:
Post a Comment