Total Pageviews

Tuesday, June 23, 2020

Beloved - Toni Morrison - Characters Analysis (Bangla)


Beloved - Toni Morrison - Characters Analysis (Bangla)
Beloved - Toni Morrison - Characters Analysis (Bangla)
Toni Morrison এর Beloved নামক উপন্যাসটিতে আমরা দাস প্রথা চলাকালীন (১৯ শতকের) সময়ের যুক্তরাষ্ট্রের সম্পর্কে জানতে পারি এখানে সিথি নামের একজন আফ্রিকান বংশোদ্ভূত মহিলার দাসত্বের জীবন থেকে মুক্তির গল্প বলা হয়েছে। উপন্যাসটি ১৯৮৮ সালে পুলিৎজার পুরস্কার পায়।
প্রধান চরিত্রসমূহ:
১।  সিথি (Sethe): উপন্যাসের প্রধান চরিত্র এবং এক সময় সে দাস ছিল। নিজেও সন্তানকে দাসত্বের হাত থেকে বাচাতে অবিশ্বাস্য কাজ করেছিল।
২।  ডেনভার (Denver): সিথির ৪র্থ এবং সবচেয়ে ছোট সন্তান। মায়ের বিষয়টি প্রকাশ হওয়ার পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।
৩।  পল ডি গার্নার (Paul D Garner): সিথির সহকর্মী দাস।
৫।  হ্যাল (Halle): সিথির স্বামী এবং সহকর্মী দাস। বেবি সাগসের সন্তানের মাঝে সবচেয়ে ছোট সন্তান।
৬।  বেবি স্যাগস (Baby Suggs (Jenny Whitlow)): সিথির শাশুড়ি, ইনিও একসময় দাস ছিলেন হ্যাল তার মুক্তির ব্যবস্থা করলে সে একজন ধর্ম প্রচারক হিসেবে কাজ করে।
৭।  বিলাভড (Beloved) – শিথির ৩য় কন্যা সন্তান যাকে শিশু অবস্থায় ( বছর বয়সে) হত্যা করা হয়েছে দাসত্বের হাত থেকে বাঁচাতে সিথি তাকে হত্যা করে। Beloved হল তার প্রেতাত্মা।
৮। বাগলা হাওয়ার্ড Buglar and Howardসিথি হ্যাল এর দুই ছেলে সন্তান। তারা তাদের মা তাদের বোন বিলাভড এর প্রেতাত্মাকে নিয়ে ভয়ে ছিল। বেবি সাগস এর মৃত্যুর পর তারা যে বের হয়ে যায়, আর ফিরে আসেনি।
৯। Vashtiভাস্তিস্টাম্পেইড এর স্ত্রী। দাস থাকা অবস্থায় জোর করে তার মালিকের রক্ষিতা হিসেবে ব্যবহার করা হয়।
১০। Amy Denverঅ্যামি ডেনভারসাদা চামড়ার শর্তাবদ্ধ দাস। সিথির প্রতি সে খুবই আন্তরিক ছিল এবং তার ৪র্থ সন্তান জন্ম দেয়ার সময় সাহায্য করে। সিথি তার প্রতি কৃতজ্ঞতা স্বরুপ তার সম্মানে কন্যার নাম রাখে ডেনভার।
১১। Mr. Garnerসুইট হোমের মালিক এবং তার দাসদের প্রতি মানবিক আচরন করতেন।
১২। Mrs. Lillian Garnerমিসেস লিলিয়ান গার্নারমি গার্নারের স্ত্রী বেবি সাগস সিথির প্রতি দয়াশিল। সিথির বিয়ের সময় সে তাকে একটা ইয়াররিং দেয়। জনাব গার্নারের মৃত্যুর পর সে অসুস্থ হয়ে যায় এবং সুইট হোমের দায়িত্ব স্কুল টিচারের হাতে পড়ে।
১৩। school teacherজনাব গার্নারের মৃত বোনের স্বামী। সে দাসদেরকে পশুর মত বিবেচনা করত। 
১৪। Sixoসুইট হোমের একজন দাস এবং Thirty-Mile Woman এর সাথে সম্পর্ক ছিল। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধরা পড়ে যায় এবং জীবন্ত পউড়িয়ে মেরে ফেলা হয়।
১৫। The Thirty-Mile Woman (Patsy) -  অন্যদের মত সেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যেতে সক্ষম হয়।
১৬। Paul A Garner  - হ্যাল এবং পল ডি এর সাথে মিলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে।
১৭। Ma'amসিথির মা। সিথি ছত থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়।
১৮। Nanসিথির মায়ের সাথে একই জাহাজে প্লান্টেশনে আসে।
১৯। Paul F Garnerআরো একজন দাস, যাকে জনাব গার্নারের মৃত্যুর পর প্লান্টেশন চালানোর সুবিধার্থে বিক্রি করে দেয়া হয়েছিল।
২০। Whitlowক্যালিফোর্নিয়ায় বসবাসরত জেনি সাগের আগের মালিক। যে তার নাম বিক্রির কাগজপ্ত্রে জেনি হুইটল লিখেছিল।
২১। Hi Manজর্জিয়ার জেলে পল দি এর সাথে সাজাপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ আসামী।
২২। Mr. and Mrs. Buddyঅ্যামি ডেনভারের মালিক তার স্ত্রী। জিনাব বাডি ছিলেন খুবই শয়তান গোছের লোক। যার দিকে সুরাসরি কোন দাস তাকালেও তাকে চাবুক মারার হুমকি দিতেন।
২৩। Ellaসিনসিনাটিতে বেবি সাগস এর প্রতিবেশি। সে সিথি ডেনভারকে নদী তীর থেকে বাড়িতে পৌছে দিয়েছিল। এছাড়া সে এলাকার কিছু মহিলাকে নিয়ে বিলাভড এর প্রেতাত্মাকে তাড়ায়।
২৪। Janey Wagon - Bodwin home একজন চাকর।
২৫। Lady Jonesবেবি সাগসের একজন মহিলা প্রতিবেশি যে আশে পাশের প্রতিবেশিদের বাচ্চাদের শিক্ষা দিত। 
২৬। Reverend Pike  Redeemer চার্চ এর একজন মন্ত্রী।
২৭। Sawyerছিনছিনাটিতে একজন রেস্তোরা মালিক যে সিথিওকে কাজ দিতে চেয়েছিল।
২৮। Edward Bodwinএকজন গ্রাম্য চিকিৎসক ভূগর্ভস্থ রেল লাইন তৈরী সমর্থন করত। সে বেবি সাগসকে ছিনছিনাটিতে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছিল। এবং ডেনভারকে একটি চাকরিও দেয়।
২৯। Miss Bodwin - Edward Bodwin  এর অবিবাহিত বোন। সে দাসপ্রথা বিলুপ্তির সমর্থক ছিল।
৩০। Nelson Lordডেনভারের বিদ্যালয়ের সহপাঠী সে ডেনভারকে তার মায়ের পূর্বের অবস্থা জানতে চেয়েছিল। এর কারনে ডেনভার বিদ্যালয় ছেড়ে দিয়েছিল।
৩১। Stamp Paid (Joshua) (স্টাম্পেইড)সাবেক দাস সে সিথি এবং তার মেয়ে ডেনভারকে দাসত্ব থেকে বাচাতে অহিও নদী পার করে দিয়েছিল। পরে ডেনভারকে  নিহত হওয়ার হাত থেকে বাচায়।

No comments:

Post a Comment