Figure of Speech - Pun - Discussion in Bangla |
Figure of Speech: Pun: শ্লেষ বা দ্ব্যর্থক শব্দ প্রয়োগ
A
pun is a play on words that produces a humorous effect by using a
word that suggests two or more meanings, or by exploiting similar sounding
words that have different meanings.
বা
It
is a figure of speech which involves a play on a word with two or more
meanings. যখন একটা
শব্দকে
বিচক্ষণতার
সঙ্গে
একাধিক
অর্থে
ব্যবহার
করা
হয়
তখন
তাকে
pun
বলে।
যেমন:
If
a woman loses her husband, she pines for a second.
[(i) সেকেন্ড;
সময়ের
একক
(ii) দ্বিতীয় স্বামী]
Pun-এর
ব্যবহার
বুদ্ধিদীপ্তভাবে
হাসির
উদ্রেক
করে।
কোন
নারী
যদি
তার
স্বামীকে
হারায়
তবে,
১ম
অর্থঃ
সে
Pine
বা
আকুলভাবে
২য়
স্বামীর
জন্যে
আকাঙ্ক্ষা
করে।
২য়
অর্থ
আকাঙ্ক্ষা
বা
শোক
করে
ক্ষুদ্র
সময়ের
(for
a second) জন্যে
শোক
(pines) করে।
An
honest man lies abroad for the good of his country.
It
is easier for him to follow a hound than to follow an argument.
এখানে
১ম
বাক্যে
'lies’
শব্দটার
দু’টো
অর্থ
করা
যায়:
মিথ্যা
বলা
এবং
বসবাস
করা।
দ্বিতীয়
বাক্যে,
১ম
follow
কে
ধাওয়া
করা
অর্থে
এবং
২য়
follow
কে
বুঝতে
পারা
অর্থে
ব্যবহার
করা
হয়েছে।
সুতরাং
দুটোই
pun এর উদাহরণ।
Pun-এ অনেক
সময়
ভিন্ন
বানানের
কিন্তু
একই
উচ্চারণের
দুটি
শব্দকে
ভিন্ন
অর্থে
ব্যবহার
করা
হয়।
যেমন:
They
went and told the sexton, and
The
sexton tolled the bell.
এখানে
‘told’ কে reported অর্থে
এবং
‘tolled' কে sounded অর্থে
ব্যবহার
করা
হয়েছে।
এখানে
pun এর আরো
কয়েকটা
example দেয়া হল:
.
He whipped his son to make him smart.
.
[(i) active, (ii) suffer from pain]]
It
is no mean (small) happiness to follow the golden mean (the middle path).
সাহিত্যে
আরো
উদাহরণঃ
“Not
I, believe me. You have dancing shoes with nimble soles; I have a soul of
lead” (Romeo and Juliet)
Claudius:
“… But now, my cousin Hamlet, and my son…” Hamlet: [aside] “A little more
than kin, and less than kind.” (Hamlet)
ওস্কার
ওয়াইল্ড
এর
Importance
of Being Earnest থেকেঃ
“On
the contrary, Aunt Augusta, I’ve now realised for the first time in my life the
vital Importance of Being Earnest.”
No comments:
Post a Comment