Paradox শব্দটি
গ্রীক
শব্দ
paradoxon থেকে এসেছে। যার অর্থঃ contrary to expectations, existing belief, or
perceived opinion বাঁ আমাদের আকাঙ্ক্ষা, প্রতিষ্ঠিত বিশ্বাস বা বুঝার ক্ষমতা-বোধের অনুকূল ধারনা এর বিপরীত কিছু। এটি
এমনই
একটি
উক্তি
যা
প্রথম
দর্শনে
পরস্পর
বিরোধী
এবং
অসামঞ্জস্যপূর্ণ
মনে
হয়
কিন্তু
পরবর্তীতে
তার
মাঝে
একটা
যুক্তিগ্রাহ্য
অর্থ
মেলে।
Like
an epigram, a paradox is also a statement which is apparently self-contradictory but essentially true. অর্থাৎ
epigram-এর মত
paradox- এর
মধ্যে
একটা
স্ব-বিরোধী
বক্তব্য
থাকে
কিন্তু
সে
বক্তব্য
প্রকৃতপক্ষে
সত্য।
উদাহরণঃ
Oscar Wilde বলেছেন
“I can resist anything but temptation.”
Or,
The amount of woman in London who flirts with their
own husbands is perfectly scandalous.
এখানে
কীটসের
ode on a Grecian
Urn থেকে
উদ্ধৃতি
দেয়া
যেতে
পারে-
Heard
Melodies are sweet but those unheard
Are
sweeter.
Success
is counted sweetest
By
those who ne’er succeed
-
Emily Dickinson
I
Never found the companion that was so companionable as solitude – Henry David Thoreau
নিচে
আরো
কয়েকটি
paradox-এর
example
দেয়া
হল:
The
world will be saved by failure.
We
can save the world by doing nothing."
There
is no one so poor as a wealthy miser.
Silence
is sometimes more eloquent than words.
Sweet
are the uses of adversity.
মাঝে
মাঝে
Epigram
আর
Paradox
এর
মাঝে
কোন
পার্থক্য
খুজে
পাওয়া
যায়
না।
কোনো
কোনো
grammarian
মনে
করেন,
a paradox is an extreme form of epigram. তবে
epigram
এবং
paradox-এর
মধ্যে
দু'একটা
পার্থক্য
অবশ্যই
পাওয়া
যায়।
যেমন,
epigram থেকে যে
নতুন
সত্য
বেরিয়ে
আসে
তা
perceived
opinion এর বাইরে
নাও
যেতে
পারে
কিন্তু
paradox-এর
ভিতরে
নিহিত
সত্য
perceived
opinion এর পরিপন্থী।
দ্বিতীয়ত:
epigrammatic
expressions একটা প্রধান
বৈশিষ্ট্য
হচ্ছে
সরসতা,
সংক্ষিপ্ততা
ও
বুদ্ধিদীপ্ততা
কিন্তু
paradox
শব্দবহুলও
হতে
পারে।
তৃতীয়ত:
epigram-এ
ব্যবহৃত
শব্দগুলো
form
এর
দিক
থেকে
পরস্পর
বিপরীত,
পক্ষান্তরে
paradox-এ
ব্যবহৃত
শব্দগুলো
পরস্পর
বিপরীত
নাও
হতে
পারে।
যেমন:
Defend
me from my friends.
All
habits are bad.
Paradoxical
statement গুলোর মধ্যে
কোন
পরস্পর
বিপরীত
শব্দ
নেই।
No comments:
Post a Comment