Figure of speech - Epigram - Discussion in Bangla |
ইংরেজীতে
এপিগ্রাম
হল
সংক্ষিপ্ত
সাধারণ
ক্ষুরধার
হাস্যরসাত্মক
বক্তব্য।
পরিশীলিত
ভঙ্গিমায়
উদ্ভাবনী
চিন্তা
চেতনা।
epigram শব্দটি গ্রীক্
শব্দ
Epigramma
থেকে
এসেছে।
যার
অর্থ
শিলালিপি,
খচিত
বাঁ
খোদাই
করা
ইত্যাদি।
The
epigram is a brief, sharp, witty and polished saying which expresses a striking
thought, অর্থাৎ epigram
হচ্ছে
একটা
সংক্ষিপ্ত,
তীক্ষ্ণ,
বুদ্ধিদীপ্ত
এবং
চমৎকার
কথা
যার
মাধ্যমে
কোনো
আকর্ষণীয়
ধারণা
প্রকাশ
পায়।
কবি
Coleridge
এভাবে
epigram
কে
সংজ্ঞায়িত
করেছেন।
What
is an epigram? A dwarfish whole:
Its
body brevity, and wit its soul.
অর্থাৎ
আকারে
ছোট
হলেও
epigram-এর
অন্তর্নিহিত
ভাবটা
খুব
গভীর।
এখানে
আলেকজান্ডার
পোপ
এর
লেখা
থেকে
উদাহরণ
টানা
যেতে
we
think our father fools, so wise we grow
Our
wiser sons, No doubt, will think us so
এখানে
একটি
মজাদার
বিষয়
উপস্থাপিত
হয়েছে,
আমরা
ভাবছি
আমাদের
পিতা
বোকা
আবার
এক
সময়
আমার
ছেলেরাও
আমার
সম্পর্কে
ভাববে
আমার
পিতা
বোকা,
আমরাই
জ্ঞানী।
নীচের
epigram
গুলো
লক্ষ
কর:
There
is a pleasure in poetic pains.
Failures
are the pillars of success.
The
paths of glory lead but to the grave.
The
child is father of the man.
Cowards
die many times before their death.
Antithesis-এর
মত
epigram-এর
মধ্যে
একটা
Contradiction
বা
বৈপরীত্য
থাকে
কিন্তু
সে
বৈপরীত্য
real
নয়,
শুধু
বাহ্যিক।
Epigram-এর
বক্তব্যকে
apparent
বা
আপাতঃ
বিরোধী
মনে
হয়
কিন্তু
একটু
গভীরভাবে
চিন্তা
করলেই
বিরোধী
ভাবটার
অবসান
ঘটে
এবং
তার
মধ্যে
লুক্কায়িত
গভীর
সত্যটা
বেরিয়ে
আসে।
“The
child is father of the man.”
বক্তব্যটিকে
আপাতঃদৃষ্টিতে
বিস্ময়কর
মনে
হতে
পারে।
মনে
প্রশ্ন
জাগতে
পারে,
child কিভাবে
মানষের
father
হবে।
কিন্তু
গভীরভাবে
চিন্তা
করলে
এই
বক্তব্য
থেকে
একটা
Philosophical truth বা দার্শনিক
সত্য
বেরিয়ে
আসবে।
কবি
Wordsworth
এখানে
বুঝিয়েছেন
যে,
একটা
child
এর
চরিত্র
বিশ্লেষণ
করলেই
তার
মধ্যে
ভবিষ্যৎ
পিতার
লক্ষণ
পাওয়া
যাবে।
নিচে
বিখ্যাত
ব্যক্তিদের
কথা
থেকে
Epigram এর কয়েকটি
উদাহরণ
দেয়া
হল।
“Mankind must put an end to war, or war will
put and end to mankind.” – John F. Kennedy
“If
we don’t end war, war will end us.” – G. Wells
“It
is better to light a candle than curse the darkness.” – Eleanor Roosevelt
“A
word to the wise ain’t necessary; it’s the stupid ones who need all the
advice.” – Bill Cosby
“Live
simply, so that others may simply live.” – Mother Teresa
“I’m
starting with the man in the mirror.” – Michael Jackson
“This
is the moment when we must come together to save this planet. Let us resolve
that we will not leave our children a world where the oceans rise and famine
spreads and terrible storms devastate our lands.” – Barack Obama
মোট
কথা,
কোন
ছোট
খাট
কবিতায়
হাস্যরস
জোগান
দিতেই
এপিগ্রাম
ব্যবহৃত
হয়।
No comments:
Post a Comment