Total Pageviews

Tuesday, October 15, 2019

List of gods and goddesses of Homer's Iliad - Bangla

List of gods and goddesses of Homer's Iliad - Bangla

List of gods and goddesses of Homer's Iliad - Bangla

লিঙ্কঃ  ইলিয়াডের দেবদেবীদের কর্মকাণ্ড
ইলিয়াডের দেবদেবীদের তালিকা সংক্ষিপ্ত পরিচিতি
আজকের লেখাটি আল কুরআনের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই। প্রকৃতপক্ষে এসব তোমাদের বাপ দাদাদের রাখা নাম ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ কোন সনদপত্র (দলিল) নাযিল করেননি। প্রকৃত ব্যাপার হচ্ছে,মানুষ শুধু ধারণা প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে। অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হিদায়াত এসেছে। (সুরাআন নাজমআয়াতঃ ২৩) প্রিয় পাঠক এবার আমরা আমাদের মুল লেখায় চলে যাই। ইলিয়াডের দেবদেবীদের তালিকা সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেয়া হলঃ
জিউস (Zeus) : গ্রীকদের কল্পিত দেবতাদের রাজা হেরার স্বামী এবং ক্রোনাস রিয়ার পুত্র ট্রয়যুদ্ধে কোনো পক্ষ অবলম্বন না করলেও আগামেমনন একিলিসের ঝগড়ার মাঝে একিলিসের পক্ষ নেন। ট্রোজানদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছিল।
হেরা (Hera): ক্রোনাস রিয়ার কন্যা, দেবরাজ জিউসের স্ত্রী, গ্রীক পুরাণের স্বর্গরানী। প্রাচীন গ্রীসে রমণীদের রক্ষাকারী এবং বিবাহের দেবী হিসেবে পরিচিত।
অ্যাথেনা (Athena): দেবরাজ জিউসের কন্যা। প্যালাস অ্যাথিনি নামেও পরিচিত। গ্রীক পুরাণের জ্ঞান-বিজ্ঞান, যুদ্ধ চারুকলার দেবী। ট্রয়যুদ্ধে গ্রীকপক্ষ অবলম্বন করে বিশেষ ভূমিকা পালন করেছিল।
থেটিস (Thetis): সমুদ্রের প্রাচীন দেবতা নেরেউসের মেয়ে একিলিসের মা
অ্যাপোলো (Apollo): গ্রীক রোমান পুরাণের সবচাইতে সুদর্শন দেবতা। দেবরাজ জিউস লেটোর পুত্র। ফিবাস অ্যাপোলো নামেও পরিচিত। ভবিষ্যদ্বাণী, কাব্য সঙ্গীতের দেবতা। যুদ্ধে ট্রোজানপক্ষ অবলম্বন করেছিল।
আফ্রোদিতি (Aphrodite): দেবরাজ জিউসের কন্যা, ঈনিয়াসের মাতা। গ্রীক পুরাণের প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। রোমান পুরাণে তাঁর নাম ভেনাস, যুদ্ধ দেবতা অ্যারিসের প্রেমিকা। গ্রিস-ট্রয়ের যুদ্ধে ট্রয়পক্ষ অবলম্বন করে
পোসাইডন (Poseidon): ক্রোনাস রিয়ার পুত্র। জিউসের কনিষ্ঠ ভ্রাতা, সমুদ্র দেবতা। যুদ্ধে গ্রীকপক্ষ অবলম্বন করেছিল।
হেফেস্টাস (Hephaestus): দেবরাজ জিউস হেরার পুত্র। গ্রীক পুরাণের দেব কারিগর অগ্নিদেবতা।
আর্টেমিস (Artemis): দেবরাজ জিউস লেটোর কন্যা। অ্যাপোলোর বোন, অরণ্যচারী দেবী। যুদ্ধে ট্রোজানপক্ষ অবলম্বন করেছিল।
ক্যারিস (Charis): দেবী হেফাস্টাসের স্ত্রী।
অ্যারেস (Ares): দেবরাজ জিউস হেরার পুত্র, যুদ্ধ দেবতা। হেরা অ্যাথিনির কাছে গ্রীকপক্ষ অবলম্বন করার প্রতিশ্রুতি প্রদান করলেও শেষ পর্যন্ত তিনি ট্রোজানপক্ষ অবলম্বন করে
হার্মিস (Hermes): দেবরাজ জিউস মাইয়ার পুত্র। দেবতাদের সংবাদ বহনকারী।
আইরিস (Iris): গ্রীক পুরাণের রঙধনুর দেবী। দেবতাদের সংবাদবাহিকা।
ক্রোনাস (Cronus): গ্রীক পুরাণের প্রাচীন দেবতা। জিউস, পোসাইডন হেরার পিতা। স্বর্গের প্রাক্তন অধিপতি। পুত্র জিউস সিংহাসনচ্যুত করে
এলেইথিয়া (Eileithyia:): জিউসপত্নী হেরার কন্যা। শিশুদের অধিষ্ঠাত্রী দেবী।
ফিউরি (Furies): পাতালের দেবতা।
হেডিস (Hades or Aidoneus): ক্রোনাস রিয়ার পুত্র। পাতালপুরীর দেবতা। জিউস, পোসইডন হেডিস একত্রিত হয়ে স্বর্গলোক, পৃথিবী, সমুদ্র পাতালপুরী ভাগাভাগি করে নেয় হেডিসের ভাগে পড়ে পাতালপুরী।
হিবি (Hebe): দেবরাজ জিউস হেরার কন্যা। গ্রীক পুরাণের যৌবন দেবী। দেবসভায় তিনি মদ পরিবেশন করেন।
লেটো (Leto): অ্যাপোলো আর্টেমিসের মাতা।।
মিউজ (Muses): স্মরণশক্তির দেবী সংগীতের সহায়তা প্রদানকারী।
স্ট্রাইফ (Strife): যুদ্ধ দেবতা অ্যারেসের বোন। বিবাদের প্রতীক হিসেবে পরিচিত।
টাইটান (Titans): গ্রীক পুরাণ অনুযায়ী গ্রীক দেববংশ মানবজাতির পূর্বপুরুষ।
জ্যান্থাস (Xanthus): ট্রোজান ভূখণ্ডের প্রধান দুটো নদীর দেবতা (Scamander River)
হেলিওস(Helios) : সূর্যের দেবতা। হাইপেরিওন এবং থেইয়ার সন্তান।


No comments:

Post a Comment