Total Pageviews

Wednesday, October 16, 2019

Character analysis from homer's iliad - King Priam - Bangla - রাজা প্রায়াম


Character analysis from homer's iliad - King Priam - Bangla

Character analysis from homer's iliad - King Priam

রাজা প্রায়াম: প্রায়াম অর্থ “Ransomed”  বা মুক্তিপন দিয়ে বন্দিত্বমোচন করা হয়েছে যার। তাঁর আগের নাম ছিলPodarces রাজা লাওমেডন যখন হিরাক্লিসের সাথে বিশ্বাসঘাতকতা করেন, তখন হিরাক্লিস লাওমেদন তাঁর ছেলেদেরকে হত্যা করতে থাকে। সর্বশেষ ছিল লাওমেডনের কনিষ্ট সন্তান পডারসিস (রাজা প্রায়াম) তখন তাঁর বোন হেজিওন তাকে (প্রায়াম) হিরাক্লিসের হাত থেকে মুক্তিপন দিয়ে উদ্ধার করে। তখন সে তাঁর নিজের নাম রাখে প্রায়াম। প্রায়াম ছিলেন ট্রয়ের রাজা, রানী হেকুবার স্বামী। তিনি তাঁর পিতা লাওমেডনের পরে ট্রয়ের রাজা হন এবং তাঁর রাজ্য হেলেস্পন্ট পর্যন্ত বৃদ্ধি করেন। তিনি প্রথমে অ্যারিসবিকে বিয়ে করেন এবং পরে হেকুবাকে বিয়ে করেন। এছাড়াও তাঁর আরো অনেক স্ত্রী ছিল। হেক্টর প্যারিসসহ প্রায়াম পঞ্চাশ জন ট্রয় বীর যোদ্ধার পিতা। তাঁর পুত্র কর্তৃক হেলেন অপহৃত হওয়ার কারণেই নেমে আসে ট্রয়ের উপর বিপর্যয়, তবু তিনি কখনোই হেলেনের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেননি। যুদ্ধ চলাকালে রাজা প্রায়াম হেলেনকে ডেকে তার পাশে বসতে বলেছেন এবং বলেছেন, তুমি আমার পাশে এসে বসো, তাহলেই তুমি তোমার পূর্ব স্বামী আর তোমার পরিজনদের দেখতে পাবে। এখানে আমরা রাজা প্রায়ামের যে আন্তরিকতার পরিচয় লাভ করি তা সত্যিই অতুলনীয়। প্যারিস আর মেনেলাউস যখন দ্বন্দ্বযুদ্ধে নেমেছে তখন রাজা প্রায়াম দ্রুত দৌড়ে গিয়ে হাজির হয়েছেন যুদ্ধক্ষেত্রে। রাজা প্রায়ামকে দেখে দুপক্ষের সেনানায়কগণ উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানিয়েছেন। রাজা প্রায়াম বুঝতে পেরেছিলেন যে, ট্রয়নগরীর ধ্বংস অনিবার্য। তবুও তিনি তাঁর প্রিয় বীরপুত্র হেক্টরকে উৎসর্গ করেছিলেন দেশমাতৃকাকে রক্ষা করার জন্য। রাজা প্রায়াম তাঁর পুত্র হেক্টরের মৃতদেহ ফিরিয়ে আনতে গ্রিক শিবিরে গেলে একিলিস তাকে সাদরে সম্মানের সাথে গ্রহণ করেন এবং কোনো মুক্তিপণ ছাড়াই হেক্টরের মৃতদেহ প্রদান করতে স্বীকৃত হন। আমরা তাঁর ভিতরে স্নেহাদ্র পিতার রুপটি দেখতে পাই। সে তাঁর শত্রু অ্যাকিলিসের হাত ধরে চুমু খায় এবং ফুপিয়ে কেঁদে তাঁর সন্তানের লাশ ফেরত চায়। হোমার তাঁর মহাকাব্যে রাজা প্রায়ামকে একজন সৎ, কর্তব্যনিষ্ঠ সংবেদনশীল রাজা হিসেবে চিহ্নিত করেছেন। ট্রয় শহরের পতনের পর অ্যাকিলিসের ছেলে নিওপটলেমাস কাকে কুপিয়ে হত্যা করে।

1 comment: