Chacater Analysis - Achilles - Homer's Iliad - Discussion in Bangla |
Chacater Analysis - Achilles - Homer's Iliad - Discussion in Bangla
একিলিস:
পিথিয়ার
রাজা
রাজা
পেলেউস
(Peleus) ও জলদেবী
থেটিসের
(Thetis) পুত্র।
রোমান
কবি
স্ট্যাটিয়াসের
(Publius Papinius Statius)
অসমাপ্ত
কাব্য
অ্যাকিলিডে
(The Achilleid) উল্লেখ
আছে
যে
তাঁর
মা
থেটিস
তাঁর
শিশুকালে
পাতালের
স্টিক্স (Styx)নদীতে
তাকে
চুবিয়ে
আনেন।
এতে
করে
তাঁর
সমস্ত
শরীর
অভেদ্য
হয়ে
যায়
শুধুমাত্র
এক
পায়ের
গোড়ালি
বাদে।
কারণ
তাঁর
সেই
গোড়ালিতে
ধরে
রেখেই
তাকে
নদীর
পানিতে
চুবানো
হয়েছিল।
Iliad
কাব্যে
অ্যাকিলিসের
(Achilles) মৃত্যুর কথা
উল্লেখ
করা
হয়নি।
ট্রয়
বিজয়ের
পরে
প্যারিসের (Paris)
তীরের
আঘাতে
অ্যাকিলিসের
মৃত্যু
হয়।
প্যারিস
অব্যার্থ
নিশানায়
ঠিক
তাঁর
পায়ের
গোড়ালিতেই
তীর
ছোঁড়ে।
(Achilles’ Heel নামক Phrase টি
এখান
থেকেই
উতপত্তি)।
অ্যাকিলিস
ছিল
ইলিয়াড
মহাকাব্যের
সবচাইতে
শক্তিমান
বীর
যোদ্ধা।
তিনি
গ্রিসের
ফিদিয়া
থেকে
মারমিডন
সেনাদের
সাথে
নিয়ে
ট্রয়যুদ্ধে
যোগদান
করেন।
গ্রিক
বীর
আগামেমনন
তাঁর
রূপসী
বন্দিনী
ব্রিসেইসকে
জোর
করে
তাঁর
কাছ
থেকে
নিয়ে
যাওয়ার
পর
তাঁর
মাঝে
ক্রোধ
সঞ্চার
হয়
এবং
তিনি
ট্রয়যুদ্ধে
বিরত
থাকেন।
পরবর্তীতে
তাঁর
সহযোদ্ধা
প্যাট্রোক্লাসের
মৃত্যুর
পর
তিনি
যুদ্ধে
যোগ
দিয়ে
হেক্টরসহ
বহু
বীর
ট্রোজান
যোদ্ধাকে
হত্যা
করেন।
একিলিস
শক্তি
ও
সাহসে
অদ্বিতীয়।
সর্বক্ষেত্রেই
তিনি
সবার
কাছে
সাহসী,
অমিয়
বিক্রমী
বীর
যোদ্ধা
হিসেবে
পরিচিত।
বীর
একিলিসের
ক্রোধকে
অগ্নিশিখার
সাথে
তুলনা
করা
হয়েছে।
তাঁর
বর্ম
নক্ষত্রের
দ্যুতি
ছড়ায়,
তাঁর
শিরস্ত্রাণ
ধাবমান
মেঘমালার
মতো।
হেফায়েস্টাস
স্বয়ং
তার
ঢাল
তৈরি
করেছেন
স্বর্গের
পবিত্র
অগ্নি
দ্বারা।
একিলিস
‘ইলিয়াড’
মহাকাব্যে
দীপ্তিমান
চরিত্র
হলেও
এ
বীরের
মাঝে
আছে
অভিশপ্ত
একটি
দিক।
তিনি
পুরো
ট্রয়বাসীদের
উপর
অভিশাপ
বহন
করে
এনেছেন।
তাঁর
হাতেই
ঘটে
ট্রয়
বীর
হেক্টরের
মৃত্যু,
ঘনিয়ে
আসে
ট্রয়নগরীর
শেষ
দিন।।
ইলিয়াড
মহাকাব্যে
একিলিসকে
জ্বলে
উঠতে
দেখা
যায়
তাঁর
প্রিয়
সহকর্মী
প্যাট্রোক্লাসের
মৃত্যুতে।
ট্রয়যুদ্ধে
নেমে
তিনি
একের
পর
এক
হত্যা
করতে
থাকেন
বীর
যোদ্ধাদের।
তাঁর
কাছে
দয়ামায়া
ক্ষমার
কোনো
স্থান
নেই, এ কারণে
তাঁকে
নির্দয়,
রক্তলোলুপ
হিসেবে
মন্তব্য
করেছে
ট্রোজানপক্ষের
মানুষেরা।
একিলিসের
রক্তে
সর্বদা
একটা
বুনো
হিংস্রতা
কাজ
করেছে।
প্যাট্রোক্লাসের
চিতায়
তিনি
নির্বিঘ্নে
বারোজন
ট্রয়যুবাকে
তুলে
দেন।
একিলিসের
মাঝে
মানবিকতার
প্রকাশ
লক্ষ
করা
যায়
তার
সহকর্মীর
মৃত্যুর
পর
এবং
রাজা
প্রায়াম
তার
শিবিরে
যখন
হেক্টরের
শবদেহ
প্রার্থনা
করেন
তখন।
No comments:
Post a Comment