Total Pageviews

Tuesday, September 10, 2019

Volpone - (The Fox) - Ben Jonson - Translation in Bangla - Act - 5 - Scene -4-5-6-7-8-9

Volpone - (The Fox) - Ben Jonson - Translation in Bangla - Act - 5 - Scene -4-5-6-7-8-9


Previous Part - Volpone - Translation in Bangla - Act - 5 - Scene -1-2-3

Volpone - (The Fox) - Ben Jonson - Translation in Bangla - 

Act - 5 - Scene -4-5-6-7-8-9


পঞ্চম অঙ্ক, চতুর্থ দৃশ্য
(ভ্রমণকারী ছদ্মবেশে এবং তিনজন বণিকের প্রবেশ)
ভ্রমণকারীঃ আমি কি ঠিকভাবে ছদ্মবেশ নিতে পেরেছি?
প্রথম বণিকঃ আমি নিশ্চয় করে বলতে পারি আপনাকে যে, আপনি তা পেরেছেন।
ভ্রমণকারীঃ আমার একমাত্র ইচ্ছে হল তাকে ভয় দেখানো, আর কিছুই না !
দ্বিতীয় বণিকঃ যদি আপনি তাকে জাহাজে পাঠিয়ে দিতে পারেন, তাহলে তা দারুণ হত।
তৃতীয় বণিকঃ হ্যা তাকে জাহাজে করে জানথে বা আলেপ্পোতে পাঠিয়ে দেয়া যায়।
ভ্রমণকারীঃ হ্যা আর তারপর তার রোমাঞ্চকর কাহিনীগুলো নিয়ে একটি পাশ বই প্রকাশ করা যাবে যাতে বিদেশে যাত্রাগুলোর কাহিনী থাকবে। এতে করে তার বাড়িতে বোকা বনবার ব্যাপারটি সত্য হবে। বেশ, ভদ্রমহোদয়গণ, যখন আমি কিছুক্ষণ তার সঙ্গে তার বাড়িতে থাকব, এবং যখন আপনারা মনে করবেন যে আমি কথা বলায় ব্যস্ত আছি, তখন ঢুকবেন।
প্রথম বণিকঃ আপনার নির্দেশ আমরা পালন করব এ বিশ্বাস আপনি রাখতে পারেন। (বণিকঃদের প্রস্থান)।
ভ্রমণকারীঃ (পরিচারিকাকে) ঈশ্বর তোমাকে রক্ষা করুন, সুন্দরী! স্যার পলিটিক কি ভেতরে আছেন?
পরিচারিকাঃ আমি জানি না, স্যার।
ভ্রমণকারীঃ দয়া করে তাকে গিয়ে বলো যে একজন বণিকঃ খুব জরুরী বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে তার সঙ্গে কথা বলতে এসেছেন।
পরিচারিকাঃ আমি যাচ্ছি, এবং দেখছি, স্যার।
ভ্রমণকারীঃ দয়া করে তাই করো। (পরিচারিকার প্রস্থান) আমি দেখছি, এ পরিবারে সবাই মহিলা।
পরিচারিকাঃ (ফিরে এসে) তিনি বলেছেন, স্যার, যে কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে। আপনি তার সঙ্গে অন্য সময়ে দেখা করতে আসুন।
ভ্রমণকারীঃ দয়া করে আবার যাও এবং তাকে বললো যে যদি ঐ সব ব্যাপারে তার সমস্ত মনোযোগ প্রয়োজন হয়, যে ব্যাপারে আমি খবর নিয়ে এসেছি তা আরো বেশি গুরুত্বপূর্ণ । (পরিচারিকার প্রস্থান) এসব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যাপার কি হতে পারে? তিনি কি এই সমস্যা নিয়ে ভাবছেন যে, কোনো একটা উপাদান বাদ দিয়ে কিভাবে বলোগিনিয়ান মাংসের পুরী তিনি ভেনিসে চালু করবেন, যাতে করে পরিমাণে বেশি হয়?
পরিচারিকাঃ (ফিরে এসে) স্যার, তিনি বলেছেন যে আপনার খবর শব্দটি ব্যবহার দ্বারা তিনি আপনাকে বুঝে ফেলেছেন যে আপনি কোনো গুপ্তচর নো এবং তাই আপনাকে তিনি থাকতে বলেছেন।
ভ্রমণকারীঃ তুমি খুব দয়ালু। দয়া করে তাকে বলো যে আমি খুব বেশী সরকারী ঘোষণা পড়িনি এবং তাদের ভাষাও তেমন জানিনা। যতোটা তিনি জানেন, কিন্তু এখানে, তিনি দয়া করে আসছেন। (স্যার পলিটিক উড-বীর প্রবেশ)
স্যার পলিটিক উড-বীঃ স্যার, আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ভয়াবহ রকমের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আজ। এবং আপনি যখন এখানে এসেছিলেন ঠিক তখনই আমি তাকে সন্তুষ্ট করার জন্য ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি লিখছিলাম।
ভ্রমণকারীঃ স্যার, আমি খুবই দুঃখিত যে আমি আপনার জন্য আরো খারাপ একটি সংবাদ নিয়ে এসেছি । আজ সমুদ্র বন্দরে যে ভদ্রলোকের সঙ্গে আপনার পরিচয় হয়েছিল এবং যিনি আপনাকে বলেছিলেন যে তিনি সবেমাত্র এসেছেন ---
স্যার পলিটিকঃ হ্যা, তিনি একজন পলাতক বারবণিতায় পরিণত হয়েছিলেন, তাই কি?
ভ্রমণকারীঃ না, স্যার, তিনি একজন গুপ্তচর বলে প্রমাণিত হয়েছেন যিনি আপনার ওপর নজর রাখছিলেন। এবং তিনি সিনেটের কাছে বক্তব্য প্রদান করেছেন যে আপনি তার কাছে একটি পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন যার মাধ্যমে আপনি তুর্কীদের কাছে ভেনিস নগরকে বিক্রী করতে চেয়েছিলেন।
স্যার পলিটিকঃ ও, কী দুর্ভাগ্য আমার।
ভ্রমণকারীঃ ফলে, আপনাকে গ্রেপ্তার করার জন্য আর আপনার পড়ার ঘরে সেইসব কাগজপত্র অনুসন্ধান করার জন্য পরোয়ানা ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়ে গিয়েছে---
স্যার পলিটিকঃ হায়, স্যার, আমার কাছে মুদ্রিত নাট্যগ্রন্থের উক্তি সংগ্রহ ছাড়া আর কিছুই নেই-
ভ্রমণকারীঃ তা বেশ ভাল স্যার।
স্যার পলিটিকঃ আর তাছাড়া কিছু প্রবন্ধও রয়েছে। আমার কি করা উচিত?
ভ্রমণকারীঃ স্যার সবচেয়ে ভাল উপায় হল আপনি একটি চিনির পাত্রে লুকিয়ে থাকুন, অথবা, যদি আপনি নিজেকে বাঁকিয়ে ফেলতে পারেন তাহলে নলখাগড়ার ঝুড়িতে লুকিয়ে থাকতে পারলে তা একটা দারুণ ব্যাপার হবে, আর তখন আমি আপনাকে একটা জাহাজে চাপিয়ে দিতে পারব।
স্যার পলিটিকঃ স্যার ঐ ভদ্রলোকের সঙ্গে আমি যেসব কথা বলেছিলাম, তা কেবল কথা বলার জন্যই, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়। (করাঘাতের শব্দ শোনা গেল)
ভ্রমণকারীঃ শুনুন, তারা এসে গেছেন।
স্যার পলিটিকঃ আমি একজন দুর্ভাগা ব্যক্তি, একজন দুর্দাশাগ্রস্ত লোক।
ভ্রমণকারীঃ আপনি কি করবেন, স্যার? আপনার কি কোনো পিপে আছে যা কিসমিস রাখার জন্য ব্যবহৃত হয়, যার ভেতরে আপনি লাফ দিতে পারেন এবং নিজেকে লুকোতে পারেন? দন্ড যন্ত্রের মাধ্যমে তারা আপনাকে নিপীড়ন করবে। আপনি তাড়াতাড়ি করে চিন্তা করে নিজেকে বাঁচার জন্য একটা উপায় বের করুন।
স্যার পলিটিকঃ আমি একটি উপায় পেয়েছি।
তৃতীয় বণিকঃ স্যার পলিটিক উড-বী।
দ্বিতীয় বণিকঃ কোথায় তিনি!
স্যার পলিটিকঃ আমি একটি জরুরী অবস্থার কথা চিন্তা করেই বের করেছিলাম।
ভ্রমণকারীঃ কি উপায় সেটা?
স্যার পলিটিকঃ  দণ্ডযন্ত্রের যন্ত্রণা সহ্য করতে কখনোই পারব না আমি। স্যার, কচ্ছপের খোলস দিয়ে এই মাধ্যমটি তৈরী করা হয়েছে, এবং এরকম বিপজ্জনক পরিস্থিতির জন্য তা করা হয়েছিল। দয়া করে আমাকে সাহায্য করুন, স্যার। এই মাধ্যমটিতে আমার পা পেছনে রাখার মত জায়গা আছে, স্যার, আমি আমার টুপি এবং কালো দস্তানা নিতে পারি এবং এর ভেতরে ঢুকতে পারি। দয়া করে এটাতে ঢোকার জন্য আমাকে সাহায্য করুন। স্যার, আমি কচ্ছপের মতোই শুয়ে থাকব যতক্ষণ না ওই আদালত কর্মকর্তারা চলে যান। (ভ্রমণকারী তাকে খোলসের মধ্যে ঢোকার জন্য সাহায্য করলেন)
ভ্রমণকারীঃ এটাকে আপনি উপায় বলেছেন?
স্যার পলিটিকঃ এটা আমার নিজস্ব উদ্ভাবন। প্রিয় স্যার, আমার স্ত্রী পরিচারিকাদেরকে বলুন আমার কাগজপত্র পুড়িয়ে ফেলতে। (তিনজন বণিকঃ দ্রুতগতিতে প্রবেশ করলেন)
প্রথম বণিকঃ কোথায় তিনি নিজেকে লুকিয়েছেন?
তৃতীয় বণিকঃ আমরা অবশ্যই তাকে খুঁজে বের করব, নিশ্চয়ই তা করব।
দ্বিতীয় বণিকঃ (ভ্রমণকারীকে) আপনি কে স্যার?
ভ্রমণকারীঃ আমি একজন বণিকঃ এবং এখানে আমি এসছি এই কচ্ছপটাকে কেনার জন্য।
তৃতীয় বণিকঃ এটা কি?
প্রথম বণিকঃ সেন্ট মার্ক এর কসমএটা কি ধরনের প্রাণী?
ভ্রমণকারীঃ এটা এক রকমের মাছ।
দ্বিতীয় বণিকঃ এখানে আনো।
ভ্রমণকারীঃ না, আপনি এটাকে আঘাত করতে পারেন, স্যার এবং এটাকে মাড়িয়ে যেতে পারেন। এটা এতই বলিষ্ঠ যে এটা একটা গরুর গাড়ীর ভারও বহন করতে পারে।
প্রথম বণিকঃ কি, এটা একটা গরুর গাড়ির ভার বহন করতে পারবে?
ভ্রমণকারীঃ হ্যা।
তৃতীয় বণিকঃ আসুন আমরা এটার ওপরে লাফাই।।
দ্বিতীয় বণিকঃ এটা কি চলতে পারে না?
ভ্রমণকারীঃ এটা কেবল হামাগুড়ি দিতে পারে, স্যার।
প্রথম বণিকঃ এটার হামাগুড়ি দেওয়া দেখতে দাও।
ভ্রমণকারীঃ না, প্রিয় স্যার, আপনি তাকে কষ্ট দেবেন।
দ্বিতীয় বণিকঃ আমি শপথ করে বলছি আমি ওটাকে হামাগুড়ি দিতে দেখব। যদি এটা হামাগুড়ি দিতে না পারে, তাহলে আমি এটার নাড়িভুড়িতে আঘাত করব।
তৃতীয় বণিকঃ (কচ্ছপকে উদ্দেশ্য করে) এই জায়গায় চলাফেরা করো।
ভ্রমণকারীঃ দয়া করুন, স্যার (স্যার পলিটিককে) একটু হামাগুড়ি দিন।
প্রথম বণিকঃ সামনে এগোও।
দ্বিতীয় বণিকঃ একটু সামনে এগোও।
ভ্রমণকারীঃ তার প্রতি সদয় হোন, স্যার (স্যার পলিটিককে) হামাগুড়ি দিন।
দ্বিতীয় বণিকঃ আমরা তার পা দেখতে চাই। (তারা খোলসটিকে ঠেলা দিলেন এবং তাকে লুকিয়ে শুয়ে থাকতে দেখলেন)
তৃতীয় বণিকঃ ও ঈশ্বর! সে মোজা বাঁধার ফিতেও পড়ে
প্রথম বণিকঃ হ্যা, এবং সে দস্তানাও পরে।
দ্বিতীয় বণিকঃ এটাই কি আপনার ভয়ানক কচ্ছপ।
ভ্রমণকারীঃ এখন, স্যার পল, আমরা মুক্ত। আমি আপনার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহী। আমি দুঃখিত যে আপনার লেখাগুলোতে আমি অগ্নিসংযোগ করেছি স্যার।
প্রথম বণিকঃ ও ফ্লীট স্ট্রীটের চমৎকার পুতুল নাচ হতে পারে এই ঘটনাটি।
দ্বিতীয় বণিকঃ হ্যা যখন আদালতে সেশন চলবে এবং নগরটি লোকে লোকারণ্য হয়ে যাবে।
প্রথম বণিকঃ বা, বার্থোলোমিও মেলার সময়ে স্মিথফিল্ডে।
তৃতীয় বণিকঃ আমার ধারণা এটা খুব দুঃখজনক দৃশ্য এবং আর কিছুই নয়।
ভ্রমণকারীঃ বিদায়, চতুর কচ্ছপ। (ভ্রমণকারী এবং বনিকগণের প্রস্থান)
স্যার পলিটিকঃ (একজন পরিচারিকাকে)- কোথায় লেডি-উডবী? তিনি কি এই ঘটনা জানেন।
পরিচারিকাঃ আমি জানিনা, স্যার।
স্যার পলিটিকঃ খুঁজে দেখো। (স্বগতঃ) ও, ফ্যাশনদুরস্ত নৈশভোজে আমি আলোচনার প্রধান বিষয়বস্তু হব। আমি সংবাদপত্রের প্রধান আলোচ্য বিষয় হব। জাহাজের ছোকরাদের গল্পের বিষয় হব আমি। আর সবচেয়ে খারাপ যেটা সাধারণ ভোজনশালায় গল্প গুজবেও আমি গল্পের বিষয় হবো।।
পরিচারিকাঃ (ফিরে এসে)  আমার কী খুব হতাশ মনে বাড়িতে ফিরছেন, এবং তিনি বলেছেন, স্যার যে তিনি তার স্বাস্থ্যোদ্ধারের জন্য খুব শীঘ্রই ভেনিস ত্যাগ করবেন।
স্যার পলিটিকঃ  (জনান্তিকে) এবং আমি এই স্থানটি এবং এই দেশটি চিরতরে এড়িয়ে যেতে পারব। আমি হামাগুড়ি দিয়ে যাব, আমার পিঠে বাড়িটিকে বহন করে, এবং আমার মনে হয় এই চতুরতার সঙ্গে তৈরী করা খোলসটির মধ্যে আমার নিরীহ মাথাটিকে কোনোমেতে ঢোকানোই হবে একটি চমৎকার উপায়।

পঞ্চম অঙ্ক, পঞ্চম দৃশ্য
(ভলপোনির বাড়িতে)
(আদালতের কর্মকর্তার পোশাকে ভলপোনি এবং ভেনিসের জাঁকাল পোশাকে মসকার প্রবেশ)
ভলপোনিঃ এখন কি আমাকে আমার আদালতের কর্মকর্তা বন্ধুর মতো দেখাচ্ছে।
মসকাঃ ও, স্যার, আপনাকে দেখতে ঠিক তার মতোই লাগছে। কেউই আপনার সঙ্গে তার পার্থক্য বুঝতে পারবেনা।
ভলপোনিঃ তা বেশ।
মসকাঃ কিন্তু আমাকে কেমন দেখাচ্ছে?
ভলপোনিঃ আমি শপথ করে বলতে পারি যে তোমাকে একজন চটপটে মহান ব্যক্তির মত দেখাচ্ছে। এই অংশটা তোমাকে ভালো মানিয়েছে। এটা দুঃখজনক যে তুমি জন্মগতভাবে একজন মহান ব্যক্তি নও।
মসকাঃ যদি আমি মহান ব্যক্তির এই ভানকরা পদমর্যাদাটি অক্ষুন্ন রাখতে পারি, তাহলেই আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব।
ভলপোনিঃ আমি প্রথমে যাব এবং দেখবো আদালতে কি ঘটছে। (প্রস্থান)
মসকাঃ তাই করুন। (স্বগতঃ) আমার শেয়াল (ভলপোনি) তার লুক্কায়িত স্থান থেকে বেরিয়ে পড়েছে, এবং তার ফিরে আসার আগেই আমি তার নতুন ছদ্মবেশে তাকে দুর্দশাগ্রস্ত করে তুলব, যদি না তিনি আমার সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন। (ডাকলো) এ্যাণ্ড্রোজিনো, ক্যাসট্রোন, ন্যানো। (এ্যান্ড্রোজিনো, ক্যাসট্রোন এবং ন্যানোর প্রবেশ)।
তিনজনেঃ আমরা এখানে।
মসকাঃ যাও এবং বাড়ির বাইরে গিয়ে নিজেরা আনন্দ করো। যাও, আনন্দ করো। (তাদের প্রস্থান)
মসকা (স্বগতঃ) ও তাহলে, এখন চাবি পেয়েছি এবং বাড়ির অধিকারও পেয়েছি। তার প্রকৃত মৃত্যু আসার আগেই তিনি মৃত্যুবরণ করার ভান করেছেন, তিনি ইতোমধ্যেই কবরস্থ হয়ে গিয়েছেন বলে সবাইকে বিশ্বাস করতে বাধ্য করব, অথবা, যদি আমি তা না করি, আমি তার কাছ থেকে কিছু টাকা বের করে নেব। সবাই ভাবছে যে আমিই তার উত্তরাধিকারী এবং আমি তার উত্তরাধিকারী হিসেবেই থাকতাম যতক্ষণ না তিনি তার সম্পদের কিছুটা অংশ আমাকে দিতে সম্মত হন। যদি আমি তার পুরো সম্পত্তি ছলনা করে নিয়ে নিতাম, এটা হত একটা প্রতারণা যা তার প্রাপ্য ছিলকোনো মানুষই আমার কাজকে পাপ কার্য বলে অভিহিত করতে পারত নাযে মজা তিনি উপভোগ করেছেন সেজন্য এটাই তার জন্য যথার্থ মূল্য হত। আমি যা করতে যাচ্ছি তাকে (শেয়ালকে) ফাঁদে ফেলা হিসেবে আখ্যায়িত করা যায়।

পঞ্চম অঙ্ক, ষষ্ঠ দৃশ্য।
(একটি রাস্তা)।
(করবাসসিও এবং করভিনোর প্রবেশ)
করবাসসিওঃ তারা বলেছেন যে আদালতে সেশন চলছে।
করভিনোঃ আমরা অবশ্যই জোর দিতে থাকব, আমাদের দুজনের নামের খাতিরে, যে বক্তব্য আমরা কোর্টে প্রথমে রেখেছিলাম তা সত্য ছিল।
করবাসসিওঃ কেন, আমার বক্তব্য নিশ্চয়ই সত্য ছিল; আমার পুত্র আমাকে সেখানে হত্যা করতে পারত।
করভিনোঃ তা সত্য। আমি এটা ভুলে গিয়েছিলাম। (জনান্তিকে) যে বক্তব্য আমি দিয়েছিলাম, যদিও তা ছিল একটি গল্প মাত্র, আমি নিশ্চিত। (করবাসিওকে) কিন্তু ভলপোনির পক্ষে আপনি যে উইলটি তৈরী করেছিলেন সেটার ব্যাপারটা কি স্যার।
করবাসসিওঃ হ্যা, আমি শীগগিরই তাকে (মসকাকে) শাস্তি দেব এজন্যে, এখন যখন তার প্রভু মারা গিয়েছেন। (আদালত কর্মকর্তার বেশে ভলপোনির প্রবেশ)
ভলপোনিঃ সিনয় করভিনো, এবং করবাসসিও স্যার, আমি আপনাদের সুখ কামনা করছি।
করভিনোঃ কেন?
ভলপোনিঃ আপনাদের ওপর যে হঠাৎ সৌভাগ্য নিপতিত হয়েছে সেজন্য ।
করবাসসিওঃ কোত্থেকে?
ভলপোনিঃ বৃদ্ধ ভলপোনির কাছ থেকে, স্যার, আর কেউই জানে না কি করে এসব ঘটল।
করবাসসিওঃ যাও, ঘৃণ্য শয়তান।
ভলপোনিঃ অতিরিক্ত সম্পদ আপনাকে যেন ক্রুদ্ধ করে না তোলে, স্যার।
করবাসসিওঃ দূর হও, পাজী।
ভলপোনিঃ কেন, স্যার?
করবাসসিওঃ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ ।
ভলপোনিঃ আপনি আমাদের সবার সঙ্গে ঠাট্টা করছেন, স্যার। আপনি কি ভলপোনির পক্ষে একটি উইল তৈরী করেননি, এবং তিনি কি আপনার পক্ষে একটি উইল তৈরী করেননি?
করবাসসিওঃ দূর হও, নীচ পাজী!
ভলপোনিঃ ও, সম্ভবতঃ আপনিই সেই সৌভাগ্যবান ব্যক্তি, সিনর করভিনো? নিশ্চয়ই, আপনি যথার্থভাবে আপনার সৌভাগ্য অর্জন করেছেন। আপনার সৌভাগ্য আপনার মাথা ঘুরিয়ে দেয়নি। আমি আপনার শক্তিকে পছন্দ করি। আপনার নতুন পাওয়া সম্পদের জন্য আপনি ফুলে ওঠেননি। কেউ কেউ মদের চৌবাচ্চার মত ফুলে ওঠেন, মূল্যবান ফসল পুরস্কার হিসেবে পাবার পর। তিনি কি তার পুরো সম্পত্তি আপনাকে দিয়ে গেছেন, স্যার?
করভিনোঃ দুর হও, শয়তান।
ভলপোনিঃ সত্যি বলতে কি, আপনার স্ত্রী আপনার প্রতি অবিশ্বস্ত হয়ে নিজেকে সত্যবতী রমণী হিসেবে প্রমাণিত করেছেন। কিন্তু আপনি বেশ ভাল অবস্থায় আছেন, আপনার দুশ্চিন্তা করার কারণই নেই। এই ঘটনাপ্রবাহ আপনাকে সম্পত্তি এনে দিয়ে আপনার ভালোই করবে, তাহলে আপনি আপনার স্ত্রীর স্বভাবটাকে মেনে নিতে পারেন, যদিনা করবাসসিও সম্পত্তিতে একটি অংশ দাবী করে।
করবাসসিওঃ দূর হও, পাজী।
ভলপোনিঃ আপনার সৌভাগ্যের কথা আপনি প্রকাশ করতে চাননা, তাই না স্যার? কেন, এটা অবশ্য বুদ্ধিমানের কাজ। সব জুয়াড়ীরাই সব খেলায় এমন মিথ্যে ভাব কয়ে। কোনো জুয়াড়ীই তার বিজয়ীভাবটা প্রকাশিত করতে চায় না; (করভিনো এবং করবাসসিওর প্রস্থান)এখানে দাঁড়কাক, বাতাসে ঠোট উচু করে এবং গন্ধ শুকে শুকে আসছেন।
পঞ্চম অঙ্ক, সপ্তম দৃশ্য
(ভলটোর এবং ভলপোনির প্রবেশ)
ভলটোরঃ একটা পরজীবী, একটা দাস যে কিনা সব তুচ্ছ কাজ করতে পারে, আর যে সামান্য লাভের জন্য অবিরাম মাথা নত করে থাকতে পারে, তার কাছে এমনভাবে হেরে গেলাম! বেশ, আমি যা করব----
ভলপোনিঃ আদালত আপনার জন্য অপেক্ষা করছেন। আমি খুশি, স্যার, আপনার সৌভাগ্যের জন্য যা আপনার মত একজন জ্ঞানী লোকের ভাগ্যে জোটে যিনি জানেন কিভাবে এটা ব্যবহার করতে হয়।
ভলটোরঃ তুকি কি বলতে চাও?
ভলপোনিঃ আমি আপনাকে একটা অনুরোধ করব, সেই ছোটো বাড়িটির জন্য যা মেরামত করা খুবই দরকার এবং যা মৎস্য বাজারের কাছে, বাড়ির লম্বা সারির শেষে অবস্থিত যা আপনি অর্জন করেছেন। আপনি এই সম্পত্তির উত্তরাধিকারী হবার আগে যখন ভলপোনি এর অধিকারী ছিলেন তখন এই বাড়িটি ছিল চমৎকার, সুন্দর, সংরক্ষিত ভেনিসের অন্য বারবণিতাগুলোর মতো একটি বারবণিতালয় যদিও আমি অন্যগুলোকে খারাপ বলছিনা। কিন্তু মালিকের মতো একই সময়ে বাড়িটিও অক্কা পেয়েছে। বাড়িটি এবং এর মালিক একই সঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
ভলটোরঃ স্যার, আপনার অনর্থক বকবকানি বন্ধ করুন।
ভলপোনিঃ কেন, যদি কেবল আপনি আপনার হাতে লেখায় লিখে দেন যে আমি এই বেছে নেবার অধিকারটুকু পেতে পারি, তাহলে আমার বলার কিছুই থাকবে না। স্যার, যা নষ্ট হয়ে যাচ্ছে সেই সম্পত্তি থেকে আয়- এটা আপনার কাছে একটা তুচ্ছ ব্যাপার। আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন-
ভলটোরঃ আমি কি জানি?
ভলপোনিঃ নিশ্চয়ই, স্যার, আপনি জানেন যে আপনার অগাধ সম্পত্তি রয়েছে। ঈশ্বর তা হ্রাস করুন।
ভলটোরঃ তুমি একটা পাজী যে জানেনা কিভাবে সঠিক শব্দ ব্যবহার করতে হয়। কি, তুমি কি আমার দুর্ভাগ্য নিয়ে আমার সঙ্গে ঠাট্টা করতে এসেছো?
ভলপোনিঃ ঈশ্বর আপনার হৃদয়কে আশীর্বাদ করুন স্যার। আমি আশা করি আপনার দুর্ভাগ্য যেন আরো বাড়ে--- (ভলটোরের প্রস্থান) এখন আমার প্রথম শিকারগুলোর কাছে ফিরে যাই, করবাসসিও আর করভিনো যারা পরের রাস্তার কোণে দাঁড়িয়ে আছেন।



পঞ্চম অঙ্ক, অষ্টম দৃশ্য
(করবাসসিও এবং করভিনোর প্রবেশ, মসকা ধীরগতিতে মঞ্চ অতিক্রম করছে)
করবাসসিওঃ (মসকাকে নির্দেশ করে) দেখুন, একজন সম্ভ্রান্ত ব্যক্তির পোশাক পরেছে সে। দেখুন, ঐ অসহিষ্ণু নীচু শ্রেণীর পাজীটাকে।
করভিনোঃ আমার মনে হচ্ছে যদি আমার ক্রুদ্ধ চোখ ওর ওপরে পাথরের কামান গোলা বর্ষণ করতে পারত।
ভলপোনিঃ কিন্তু ওই পরজীবী সম্পর্কে গুজব কি সত্যি স্যার?
করবাসসিওঃ তুমি আবার আমাদেরকে বিরক্ত করতে এসেছে, দানব কোথাকার?
ভলপোনিঃ সত্যিই, স্যার, আমি খুব হতাশ হয়েছি এটা জেনে যে আপনাদের মতই বৃদ্ধ এবং জ্ঞানী একজন ব্যক্তি এত অতি চটপটে হতে পারেন। আমি কখনোই ওই পরজীবীকে সহ্য করতে পারব না। আমার মনে হচ্ছে যেন তার নাকে প্রতারণার ঘ্রাণ রয়েছে। তার দৃষ্টিতে সব সময়ই এমন একটা ব্যাপার ছিল যাতে মনে হত যে সে সম্ভাব্য ব্যক্তির ক্ষতির কারণ ঘটাবে।
করবাসসিওঃ দূর হও, পাজী।
ভলপোনিঃ (করভিনোর দিকে তাকিয়ে) ও আমি ভাবছি যে, এ সবকিছু সত্ত্বেও আপনি যিনি কিনা খুবই অভিজ্ঞ এ পৃথিবীতে, আপনি একজন বুদ্ধিমান বণিকঃ, যার নামটির অর্থ হচ্ছে সুন্দর পাখি, কাক, এবং নৈতিকভাবে তথ্যসমৃদ্ধ গল্প যার সঙ্গে সম্পর্কিত, আমার মনে হয় যে জনসমক্ষে আপনার স্ত্রীর অবিশ্বস্ততার কথা প্রকাশ করা উচিত হয়নি এবং এভাবে উত্তরাধিকারও হারিয়েছেন। সেই পাতিশিয়াল (বা চতুর লোক), ভলপোনি, নিশ্চয়ই আপনাদের শূন্যহাতে রেখে খুব আনন্দ পেয়েছেন।
করভিনোঃ এই যে, আপনি কি ভাবছেন যে আপনার দাপ্তরিক পদের জন্য আর আপনার লালরঙা, উদ্ধত টুপি যা আপনার জড়বুদ্ধি মাথায় চাপিয়েছেন, দুটো সোনালী চকচকে বোতাম দ্বারা, আপনাকে রক্ষা করতে পারে। যখন আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন। এখানে আসুন। আপনি দেখবেন, স্যার, যে আপনাকে প্রহার করার মত সাহস আমার আছে। আমার কাছে আসুন।
ভলপোনিঃ তাড়াহুড়ো করার কোন দরকার নেই, স্যার। আপনার সাহসের সঙ্গে আমি বেশ পরিচিত যা আপনি দেখিয়েছিলেন যখন জনসমক্ষে স্বীকার করেছিলেন যে আপনি অসতী স্ত্রীর স্বামী, স্যার।
করভিনোঃ দাঁড়ান, আমি আপনাকে মজা দেখাচ্ছি।
ভলপোনিঃ স্যার, স্যার, আমাকে অন্য কোনো সময়ে দেখে নেবেন -
করভিনোঃ না, আমি এখনই আপনাকে দেখে নিতে চাই ।
ভলপোনিঃ ও ঈশ্বর। স্যার, যদি আমি একজন জ্ঞানী মানুষ হতাম, আমি তাহলে অসতী স্ত্রীর স্বামীর ক্রোধ প্রতিহত করতাম যিনি কিনা বুদ্ধি হারিয়েছেন। (মসকা তাদেরকে অতিক্রম করল)।
করবাসসিওঃ কি? ওই লোকটি আবার এসেছে?
ভলপোনিঃ (মসকাকে) মসকা, তুমি খুব দারুণভাবে এইসব লোকদেরকে ভয় দেখাতে পেরেছোতুমি একদম ব্যাসিলিসকের মত যাকে দেখলেই সবাই মারা যেত। এখন শকুনিকে একটু তিরস্কার করো।

পঞ্চম অঙ্ক, নবম দৃশ্য।
(ভলটোরের প্রবেশ)
ভলটোরঃ বেশ, মসকা, তুমি তোমার সমৃদ্ধির গ্রীষ্মকাল উপভোগ করছো, ঠিক একটা শবদেহ- মাঝির মত যা তুমি নিজেই। কিন্তু তোমার অশুভ দিনের শীতকাল খুব শীঘ্রই আসছে।
মসকাঃ প্রিয় এডভোকেট,দয়া করে আমাকে এমন অন্যায়ভাবে বকবেন না বা ভয় দেখাবেন না। আপনি ভদ্রতা লঙ্ঘন করেছেন, লেডি উড-বীর মতো আপনি আরো একটি আইনজীবীর টুপি পরুন আপনার মস্তিষ্ককে ধরে রাখার জন্য যা কিনা খুলি থেকে বেরিয়ে আসতে চাইছে। (মসকার প্রস্থান)
ভলটোরঃ বেশ, স্যার, আপনি কি চান?
ভলপোনিঃ আপনি কি চান যে আমি ওই দুর্বিনীত দাসটিকে প্রহার করি? আমি কি তার চমৎকার পোশাকে নোংরা ময়লা ছুঁড়ে মারব যা সে জীবনে প্রথমবারের মত পরিধান করেছে।
ভলটোরঃ এই ব্যক্তিটি নিঃসন্দেহে শয়তানের শক্তিবিশিষ্ট।
ভলপোনিঃ স্যার, আদালত সত্যিই আপনার জন্য অপেক্ষা করছে। আমি খুবই রেগে যাচ্ছি এটা দেখে যে একটা খচ্চর, যে কিনা কখনোই নোম সম্রাট জাস্টিনিয়ান কর্তৃক রীতিভুক্ত আইনগুলো পড়েনি, সে কিনা আপনার মত একজন এডভোকেটকে একহাত দেখিয়ে দিল। আপনি কি কোনো আইনগত ফাক জানেন না, স্যার, যা দ্বারা এরকম ঠাট্টা করছেন, আর সে সত্যি সত্যিই আপনাকে বোকা বানায়নি। এসব কিছুই অন্যদের ষড়যন্ত্র মাত্র। আপনি নিশ্চয়ই প্রকৃত উত্তরাধিকারী।
ভলটোরঃ আপনি একজন আশ্চর্য, অনধিকারচর্চী, বিরক্তিকর শয়তান লোকআপনি আমাকে যন্ত্রণা দিচ্ছেন।
ভলপোনিঃ আমি জানি। এটা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়, স্যার, যে আপনি প্রতারিত হতে পারেন। কোনো ব্যক্তিই এতটা উদ্ভাবন শক্তিসম্পন্ন নয় যে আপনাকে বোকা বানাবে। আপনি এতোই জ্ঞানী, এতোই বিচক্ষণ, আর জ্ঞানী হিসেবে সম্পত্তি পাওয়াটা আপনার পক্ষেই সবচেয়ে যুক্তিযুক্ত। (তাদের প্রস্থান)।

No comments:

Post a Comment