Total Pageviews

Thursday, September 26, 2019

Andrew Marvell - Life and works in Bangla

Andrew Marvell - Life and works in Bangla
Andrew Marvell - Life and works in Bangla
অ্যান্ড্রু মারভেল ছিলেন একজন Metaphysical Poet এবং ব্যাঙ্গসাহিত্য রচয়িতা। পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনীতিবিদ।১৬৫৯ সাল থেকে ১৬৭৮ সাল পর্যন্ত বেশ কয়েকবার হাউজ অভ কমন্স এর সদস্য নির্বাচিত হন। অ্যান্ড্রু মারভেল লন্ডনের ইয়র্কশায়ারে, ১৬২১ সালের ৩১শে মার্চ জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন পাদ্রী। মারভেল ছিলেন বাবা মায়ের প্রথম ছেলে এবং পরিবারের চতুর্থ সন্তান। মারভেলের পরে তাঁর আর একটা ভাই মাত্র এক বছর বয়সে মারা গেল। সুতরাং মারভেলই হচ্ছে পরিবারের একমাত্র পুত্র সন্তান। বড় তিন বোন হচ্ছে এ্যানি, মেরী এলিজাবেথ। তিন বোনের এক ভাই বোনদের কোলে কোলে আদরে আদরে বেড়ে উঠেছেন মারভেল। এই মারভেলই পরবর্তীকালে কন্সটান্টিনোপলে কূটনীতিক হিসেবে কাজ করেন। বন্ধুত্ব অর্জন করেন জন মিলটনের মতো নামী-দামী কবির। জন মিল্টন এক সময়ে কমনওয়েলথের বৈদেশিক সেক্রেটারি ছিলেন। কিন্তু তাঁর দৃষ্টি শক্তি কমে আসার কারণে মারভেলকে মিলটনের সহকারী নিয়োগ করা হয় ১৬৫৭ সালে তাঁর নিজ শহর হাল থেকে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন এবং আমরণ তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন ছোট বেলায় তাকে ভর্তি করা হয়েছিল তার এলাকার হাল গ্রামার স্কুলে। যে স্কুলের নাম পরিবর্তন করে পরে মারভেল এর নাম রাখা হয়। বার বছর বয়সে তিনি যান ক্যামব্রিজে। ১৩ বছর বয়সে লন্ডনের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ১৬৩৮ সালে তিনি বি. . ডিগ্রি অর্জন করেন মারভেলের মাতৃবিয়োগ ঘটে ১৬৩৮ সালে। ১৬৪১ সালে হাম্বার নদী অতিক্রম করার সময় নৌকা ডুবি হয়ে তাঁর বাবাও মারা যান। সলিল সমাধি হলো তাঁর। মারভেল তখনও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এম. . ক্লাসে পড়ছেন। বাবার মৃত্যু সংবাদ শুনে ছুটে আসলেন বাড়িতে। এরপরে আর তিনি লেখা পড়ায় ফিরে যাননি। ১৬৪২ থেকে ১৬৪৪ সালের মধ্যে তিনি ইতালী, স্পেন, ফ্রান্স, হল্যান্ড প্রভৃতি দেশ ভ্রমণ করেন। মারভেল যখন ক্যামব্রিজের ছাত্র ছিলেন তখন ক্যামব্রিজে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু ছিল Richard Lovelace. বিদেশ ভ্রমণ শেষে মারভেল যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন তখন তিনি তার এই বন্ধুকে ঘিরে একটি কবিতা রচনা করেন। এটি হচ্ছে ম্যাটাফিজিক্যাল কবি মারভেলের প্রথম প্রকাশিত কবিতা। এরপরে ১৬৪৮ সালে এবং ১৬৫০ সালে তিনি দুএকটা কবিতা রচনা করেন। মারভেল শত শত বা হাজার হাজার কবিতা রচনা করেননি। তাঁর কবিতা সংখ্যায় খুব কম। হাতে গোনা। মাত্র ৪০টি কবিতা রচনা করেন তিনি। মারভেল ল্যাটিন ভাষায়ও দক্ষ ছিলেন ইংরেজি ভাষায় রচিত এই ৪০টি কবিতা ছাড়াও ল্যাটিন ভাষায় তার দুচারটি কবিতা পাওয়া যায় এছাড়া মারভেল রাজনৈতিক সমালোচনা করে অনেক লেখা লিখেন। যেগুল এখন খুজে পাওয়া যায় না। তার লেখা গুলো ছিল তৎকালীন রাজতন্ত্রের সমালোচনা, রোমান ক্যাথলিকদের চিন্তা নীতির উপর সমালোচনা, পিউরটানদের পক্ষে আলোচনা সেন্সরশীপের নিন্দা বিষয়ক। শহুরে সভ্যতার যন্ত্রণাকাতর যন্ত্রজীবন ছেড়ে ছায়া সুনিবিড় শান্তির নীড় পল্লী প্রান্তরই তাঁর কবিতার চারণ ভূমি। তবে প্রকৃতিপ্রীতির পাশাপাশি তাঁর কবিতায় স্বদেশানুভূতি, ধর্মতত্ত্ব, প্রেম-বিরহ, হিউমার, আয়রনী, উইট এসবও উঠে এসেছে নিপুণ পরিচর্যায় ১৬৭৮ সালের ১৬ই আগষ্ট কূটনীতিবিদ, রাজনীতিবিদ, চিরকুমার কবি মারভেলের জীবনাবসান ঘটে লন্ডনে। তাঁর মৃত্যুর পর ১৬৮১ সালে প্রথম তাঁর কবিতার সংকলন প্রকাশিত হয়
তার বিখ্যাত কাজ গুলোর মাঝে উল্লেখযোগ্য কাজের তালিকাঃ
১। The Rehearsal Transpros'd
২। Mr. Smirke; or The Divine in Mode
৩। a Short Historical Essay, concerning General Councils, Creeds, and Impositions, in matters of Religion
৪। An Account of the Growth of Popery and Arbitrary Government in England
৫। তার সকল কবিতার সংকলন


No comments:

Post a Comment