A Valediction: Forbidding Mourning - John Donne - Translation, Summary and Word Meaning in bangla |
A Valediction: Forbidding Mourning - John Donne - Translation, Word Meaning in bangla
নিষ্পাপ লোকেরা গত হয় বিনম্রভাবে,
আত্মাগুলোকে বলে ফিসফিসিয়ে, চলে যেতে,
যখন তাদের কিছু শোকার্ত বন্ধু বলে,
এখনই নিঃশ্বাস বের হয়ে যাবে, আর কয়েকজন বলে, নাঃ
তাই আমাদেরকে আলাদা হতে দাও আর কোন হৈ চৈ ছাড়া করো না,
অশ্রু বন্যা বইবে না, না হবে কোন দীর্ঘশ্বাসের ঝড়,
এটা ছিল আমাদের আনন্দের মাঝে অপবিত্রতা-
-সাধারন লোকদের কাছে আমাদের ভালোবাসার কথা বলা।
ভূমিকম্প বয়ে আনে ক্ষতি এবং ভয়,
মানুষ হিসাব করে ইহা কি করেছিল আর যদি হত,
কিন্তু ভূগোলকের কম্পন,
অনেক দূরে হলেও নির্দোষ।
নির্বোধ পার্থিব প্রেমিকদের ভালোবাসা
(যাদের আত্মা হচ্ছে দেহ) স্বীকার করতে পারে না
অনুপস্থিতি, কারণ যদি ইহা চলে যায়
তবে চলে যায় সব জিনিস যেগুলো ইহা গঠন করেছিল।
কিন্তু আমাদের প্রেম এতো বেশি পরিশুদ্ধ
যে, আমরা জানি না ইহা কি,
মনের আভ্যন্তরীণ নিশ্চয়তা,
অমনোযোগী থাকে চোখ, ঠোট আর হাতের স্পর্শ হারালেও।
যেহেতু আমাদের দু’টি হৃদয় এক,
যদিও আমি যাই, ইহা কোন
ফাটল সৃষ্টি করবে না বরং বৃদ্ধি ছাড়া,
যেমন স্বর্ণকে পিটিয়ে খাদ দূর করা হয়।
যদি তারা দুই হয় তবে তারা দুইই
যেমন মজবুত দুই বাহু বিশিষ্ট কম্পাস,
তোমার আত্মা অনড় বাহু, করে না
নড়াচড়া, অন্যটি যদিও করে।
আর ইহা স্থির থাকে কেন্দ্রে,
যখন অন্যটি ভ্রমণ করে দূরে,
ইহা হেলে পড়ে, সামান্য হয় উদ্বিগ্ন, অন্যটির প্রতি,
এবং থাকে খাড়া অন্যটি না ফেরা পর্যন্ত।
তুমি আমার প্রতি এমনই থাকবে, অবশ্যই।
পছন্দ কর অন্য বাহুকে, একটু হেলে থাকবে।
তোমার দৃঢ়তা আমার বৃত্তকে সঠিক করবে,
আর আমাকে শেষ করতে দেবে, যেখানে থেকে আমি শুরু করেছিলাম।
শব্দার্থঃ
Virtuous
- নৈতিক সদ গুণ সম্পন্ন
pass
– চলে যায়, মারা যায়
mildly
– ধীর ও শান্তভাবে
whisper
– কানে কানে বলে
souls
- আত্মা
Whilst
– যখন
breath
– নিঃশ্বাস।
melt
– গলন, ভাঙ্গন
tear
– চোখের পানি
sigh-
দীর্ঘশ্বাস
tempests
–তীব্র ঝড়
profanation
- অপবিত্রকরণ
laity
– সাধারন মানুষ।
reckon
– গণনা করে
meant
– মানে
trepidation - কম্পন
spheres- গোলক
Though-
যদিও
Dull
– নিস্তেজ, নিরস
sublunary
- পার্থিব
admit
– স্বীকার করা।
doth
– তাড়নায়, Do
elemented
– উপাদান তৈরী করে।
refined
- পরিশুদ্ধ
Inter-assured
- আশ্বস্ত
endure
– সহ্য করে।
A
breach – লঙ্ঘন, ফাটল, বিচ্ছেদ।
Expansion
– সম্প্রসারন
airy
– বায়ময়, ধাতুর ভিতরের ফাপা অংশ।
beat
– আঘাত
stiff
- দৃঢ়
twin
- যমজ
compasses
– দিকনির্ণয় যন্ত্র।
Thy
- নিজের
Roam
– ঘুড়ে বেড়ানো।
leans
– ঝুকে
hearken
- শোনা
erect
- খাড়া করা, দাড় করানো।
wilt
- Will
thou
–তুই, তুমি
obliquely
– তীর্যকভাবে।
firmness
-দৃঢ়তা
Really, it's very important
ReplyDelete