Elizabeth Barrett Browning - Life and works in Bangla |
Elizabeth Barrett Browning - Life and works in Bangla
জীবন ও কর্ম
এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং(১৮০৬ -১৮৬১) ছিলেন ভিক্টোরিয়ান(Victorian era) যুগের
বিখ্যাত মহিলা কবি(Victorian poets), যিনি তার জীবদ্দশায় আমেরিকা ও ইংল্যান্ড উভয় দেশেই সমান ভাবে
বিখ্যাত ছিলেন। পিতা-মাতার ১২ জন সন্তানের মাঝে তিনি ছিলেন সবার বড়। মাত্র ৬
মতান্তরে ৮ বছর বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। জন্মগ্রহণ করেন ডারহামে ১৮০৬
সালে। তার নাম ছিল এলিজাবেথ ব্যারেট। ভিক্টোরিয়ান যুগের শক্তিমান কবি রবার্ট
ব্রাউনিং(Robert Browning) এর সাথে তার বিয়ে হয় এবং বিয়ের পর তাঁর নাম হয় এলিজাবেথ ব্যারেট
ব্রাউনিং। উল্লেখ্য যে, ব্যারেট ১৪ বছর বয়সে রবার্ট ব্রাউনিং এর সাথে
বিয়ের পিঁড়িতে বসেন। মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন। তাঁর
বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলোঃ এস এ্যাসে অন মাউন্ড; উইথ আদার পোয়েমস (১৮২৬); প্রমিথিউস
বাউন্ড (১৮৩৩); দি
সেরাফিম এন্ড আদার পোয়েমস (১৮৩৮); দি ক্রাই অব দি চিলড্রেন (১৮৪১); সনেট ফ্রম দি
পর্তুগীজ (১৮৫০); ক্যাসা গিডি উইন্ডোজ (১৮৫১); আরোরো লেই
(১৮৫৬); এ মিউজিকাল ইনস্ট্রুমেন্ট
(১৮৬০); লাস্ট পোয়েমস
(১৮৬২)।
মাটির পৃথিবী মানবের তরে, দানবের তরে নয়—এই সহজ সত্য ও মানবতাবোধকে চেতনায় ধারণ করে
যিনি কাব্য কাননে পদার্পণ করেন তিনি হচ্ছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং (Elizabeth Barrett Browning)। উইলিয়াম
ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর ব্রিটেনের রাজকবি হিসেবে টেনিসন(Alfred Tennyson) এবং এলিজাবেথ
ব্যারেট-এর যোগ্যতা বিচার করা হয়। ইংরেজ জাতির মধ্যে মহিলা শিল্পী সাহিত্যিক খুব
বেশি একটা চোখে পড়ে না। সেদিক
থেকে বিচার করলে এলিজাবেথ ব্যারেট-এর স্থান বেশ ঊর্ধ্বে। তার হাতে রচিত সনেট
শিল্প-সৌন্দর্যে, আবেগ উচ্ছ্বাসে ভরপুর। প্রেম তাঁর সনেটের মৌলিক
পটজমিন। তাঁর ‘Sonnets From The Portuguese’ হতে নেয়া ৪৪টি সনেটে গভীরভাবে বিবৃত হয়েছে
তার স্বামী রবার্ট ব্রাউনিং-এর প্রতি তাঁর লাজুক লতাসুলভ ভালবাসার কথা। এলিজাবেথ
ব্যারেট ছিলেন একান্তভাবে গণমানুষের কবি, মানবতার কবি।
দলিত-মথিত-নির্যাতিত-নিপীড়িত-নিগৃহীত-নিরন্ন-নিঃসম্বল-নিঃসহায়-নিরাবরণ-নিরাভরণ-ভূখা-নাঙ্গা
মানুষের প্রতি তার দরদী হৃদয় হু হু করে কেঁদে উঠত। ঈশ্বরানুরাগী ব্যারেট মানবতাবাদের
একজন পুরোধা। “The Cry of TheChildren” কবিতায় শিশু শ্রমিকদের করুণ আর্তনাদকে চিত্রায়িত করেছেন। অবোরা
লেই (Aurora Leigh) এলিজাবেথের
কাব্য উপন্যাস। এ উপন্যাসের নায়িকার
ভূমিকায় রয়েছে অরোরা। আজন্ম
সৌন্দর্য পিপাসু, কাব্য-কবিতা প্রেমী। এ উপন্যাসের নায়ক হচ্ছে রমনে। সে ছিল রাজনীতিক। স্বদেশপ্রেমে উদবেল। প্রেম নিবেদন
করল অরোরাকে। তবে এ প্রেম একটু ভিন্নধর্মী।রমনে, অরোরাকে বিয়ে করে আপন অঙ্কে তুলে নিতে যাচ্ছে
না; তাকে চাচ্ছে
শুধু দেশের কাজের সাথী করতে। অরোরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে লন্ডনে পারি
জমায়। দুর্ভাগ্য হানা দেয় রমনের জীবনে, কেড়ে নিয়ে যায় তার চোখের আলো। এ কাহিনী আরো
কিছু দূর অগ্রসর হওয়ার পর, বেদনার নীলে অবগাহন করার পর রমনে অরোরার মিলন
ঘটে। ইটালির ফ্লোরেন্স শহরে ১৮৬১ সালে এলিজাবেথ ব্রাউনিং পরলোকগমন করেন।
No comments:
Post a Comment