Dylan Thomas - Life and Works in Bangla |
Dylan Thomas - Life and Works
জীবন ও কর্ম – ডিলান থমাস
ডিলান থমাসের এর জন্ম ২৭ অক্টোবর ১৯১৪ সালে, ওয়েলসের সোয়ান সী শহরে। তার পিতা ছিলেন স্থানিয় গ্রামার স্কুল এর সাহিত্যের
শিক্ষক। তিনি তার পুত্রকে পড়তে শেখার আগেই শেক্সপিয়ারের(William Shakespeare) বই গুলো পরে শুনাতেন। ছোটবেলায়
জেরার্ড ম্যানলি হপকিন্স(Gerard Manley Hopkins SJ), এডগার এলান পো (Edgar Allan Poe), ডব্লিউ বি ইয়েটস(William Butler Yeats) এর কবিতার তিনি ছিলেন
দারুন ভক্ত। তার পিতামাতা ওয়েলসের ইংরেজি টানে কথা বললেও ডিলান ও তার বোন খাটি ইংরেজিতেই
কথা বলতেন। ছোটবেলা থেকেই ডিলান থমাস ছিলেন দূর্বল স্বাস্থের অধিকারী এক পাগলাটে
বালক, যে বিদ্যালয়ের চেয়ে নিজে নিজেই পড়তে পসন্দ করতেন। কৈশোরবয়সেই তিনি ডি এইচ
লরেন্স(D. H. Lawrence) এর প্রকৃতি সংক্রান কবিতা গুলো পরে ফেলেন। ইঙ্গরেজি ভাষার উপরে ব্যাপক
দক্ষতা অর্জন করেন কিন্তু অন্য বিষয়গুলোকে উপেক্ষা করেন, ফলাফল ১৬ বছর বয়সেই তাকে
স্কুল ছাড়তে হয়। সাউথ ওয়েলস ডেইলি পোস্ট এ জুনিয়র রিপোর্টার হিসেবে যোগ দেন। ১৯৩২
সালে চাকরি ছেড়ে দিয়ে লেখালেখিকে নিজের পেশা হিসেবে বেছে নেন।
১৯৩৪ সালে লন্ডন চলে আসেন এবং পোয়েটস কর্নার
বুক পুরস্কার জিতেন। ১৯৩৭ সালে তিনি কেইটলিন ম্যাকনামারাকে বিয়ে করেন। ১৯৪০ সালে
তিনি এয়ারক্রাফট গানার হওয়ার চেষ্ঠা করেন কিন্তু দূর্বল স্বাস্থের কারনে ব্যার্থ
হন। ১৯৪৪ সালে যুদ্ধের সময় বিমান হামলার হাত থেকে বাচতে লন্ডন ছেরে লঘার্ণ এ চলে
আসেন। ১৯৪৪ -১৯৪৯ পর্যন্ত বিবিসি রেডিওতে কাজ করেন। ১৯৪৭ সালে ট্রাভেলিং স্কলারশিপ
পেয়ে তার পরিবার নিয়ে ইতালি যান। ১৯৫০ সালে প্রথমবারের মত আমেরিকা যান। ১৯৫৩ সালে
অতিরিক্ত মদ্যপানের কারণে হোয়াইট হর্স ট্যাভার্নে মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি
মৃত্যুবরণ করেন।
At a glance
Name: DylanThomas
Died: 1953, NewYork City, United States
Occupation: Poet
and Writer
Literary
movement: Modernism, Neo-romanticism
১৯৩৪ - ‘এইটিন পয়েমস' প্রকাশিত হয়।
১৯৪৬ - ‘ডেথস অ্যান্ড
এ্যাট্রেন্সেস' প্রকাশিত হয়।
১৯৫১ – ইন কান্ট্রি স্লিপ
প্রকাশিত হয়।
১৯৩৬ – ‘টোয়েন্টি ফাইভ পয়েমস' প্রকাশিত হয়।
১৯৩৯ – “দি ম্যাপ অব লাভ’ প্রকাশিত হয়।
১৯৪০ — ‘এ পোট্রেট অব দি আর্টিস্ট
এজ এ ইয়ং ডগ’ প্রকাশিত হয়।
১৯৫৪ — ‘অ্যাডভেঞ্চারস ইন দি
স্কিন ট্রেড’ মরণোত্তর প্রকাশনা।
১৯৫৪ – বেতার নাটক ‘আন্ডার মিল্ক উড’ মরণোত্তর প্রকাশনা।।
No comments:
Post a Comment