Total Pageviews

Monday, February 4, 2019

The Second comming - W. B. Yeats Bangla translation and analysis

The Second comming - W. B. Yeats Bangla translation and analysis




দা সেকেন্ড কামিং
বিস্তীর্ণ চক্রে ঘুরে বার বার
বাজ তার মালিকের কথা শোনে না আর
ভেঙ্গে পড়ে সবই, কেন্দ্রীভূত থাকে না সবকিছু,
অরাজকতা আজ পৃথিবীকে করেছে দুর্বল;
সর্বত্র আজ অবারিত রক্তস্রোত
কলুষ গ্রাস করেছে পৃথ্বীরে অহোরাত্র;
সর্বোৎকৃষ্ট তিরোহিত প্রায়
নিকৃষ্টতমরা পূর্ণাবেগে জয় গান গায়।
নিশ্চিত আসন্ন কোনো পুনরাগমন;
নিশ্চিত আসন্ন দ্বিতীয় আগমন।
দ্বিতীয়াগমন! শব্দগুচ্ছ শুনতে না শুনতেই
যেন সে বিষাদ প্রজ্ঞা প্রদ্যোত, মুখের দেখা পাই;
দৃষ্টি আহত করে আমার : যেন কোনো মরু বালুকায়
মানব মস্তকধারী কোনো সিংহ দেহ সামনে দাড়ায়
অকরুণ, শূন্য দৃষ্টি চোখে, যেন সূর্যের মতোই দরদহীন,
মাংশল উরু বাড়িয়ে আক্রমণ উদ্যত
মরুর সন্ত্রস্ত পাখিদের ছায়া দেখি চারিধার।
গাঢ় আঁধার ঘনায় পুনরায় : জানি
এত, বিশ শতকীয় নির্মম নিদ্রা।
দোলনায় দুলে দুলে দুঃস্বপ্নে বিব্র
অবশেষে ভাবি, হিংস্র এক পশু কদাকার
বেথলেহেমে জন্মাবে কি পুনর্বার?
আলোচনাঃ

কবিতাটি ১৯২১ সালে লিখিত হয়েছে। কবিতার শুরুতে একটি দূঃস্বপ্নের মত দৃশ্য বর্ণনা করা হয়েছে। বর্তমান পৃথিবীর অবস্থা যাতে তাঁর পাঠকেরা সহজেই অনুধাবন করতে পারে তাই শুরুতে বাজ পাখির উদাহরন টানেন। বাজ পাখি ঘুরতে ঘুরতে আকাশের এতো উপরে উঠেছে যে সে তাঁর মালিকের কথা ভূলে গিয়েছে । তাঁর উপর তাঁর মালিকের যেনো আর কোন নিয়ন্ত্রণ নেই। ঠিক একই ভাবে পৃথিবীর মানূষের কর্মকান্ড এমন পর্যায়ে গিয়েছে যেনো তাদের উপরও আর পৃথিবীর মালিকের নিয়ন্ত্রণ নেই। অতীতের ভালো জিনিস গুলোর কথা তিনি স্মরণ করেন। পৃথিবী জুড়ে মানুষের আত্মিক ধস এমন পর্যায়ে পড়েছে যে, পুরোনো সব মূল্যবোধের প্রবল ভাঙন চলছে। নৈরাজ্য সর্বত্র অসাধুতার জয় জয়কার। সাধুতা উৎকৃষ্টতা তিরোহিত। এমন যুগসন্ধিক্ষণে কবি কোনো পরিবর্তনকারির আগমন কামনা করছেন। নবী ঈসা(আঃ) অথবা অন্য কোন প্রাণীর পুনরাগমন অপেক্ষায় আছেন। সুরকে পরাজিত দেখে কবি বিপন্ন বোধ করছেন। হিংস্র পশুরা যখন শান্তিকে খুবলে খেতে উদ্যত, মানবরূপী পশুরা পৃথিবীকে বিধ্বস্ত করছে যখন, কবি তখন ত্রাতা হিসেবে বিধাতার পক্ষ থেকে কারো আগমনের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন যে কিনা এসে পৃথিবী থেকে এসব অরাজকতা নির্মূল করবে।
শব্দার্থ 
gyre – চক্রাকারে পাক খেয়ে উড়া।
falcon n বাজপাখি।
anarchy n নৈরাজ্য।
innocence n নিস্পাপতা
drowned adj নিমজ্জিত।
lack n অভাব।
conviction n আস্থা।
intensity n তীব্রতা।
revealation n অবতরণ, উন্মোচন।
spiritus Maundi - ইয়েটস উদ্ভাবিত শব্দগুচ্ছ, যা দিয়ে ইয়েটস ঐশি অনুপ্রেরণা বা স্বর্গীয় আলোকে বুঝাতেন।
pitiless adj নির্মম।
reel n ফিতা প্যাচানোর গোলাকার চাকতি, পজিটিভ ছবির চাকতি।
indignant adj অন্যায়ের বিরুদ্ধে ক্রুদ্ধ, ক্ষুব্ধ।
vexed adj বিরক্ত।
cradle n দোলনা।
Slouches v  শ্রান্ত বা অলস ভঙ্গিতে হাটা। 

1 comment: