Virginia woolf - life and works in Bangla |
Virginia woolf - life and works in Bangla
ভার্জিনিয়া
উলফ
(১৮৮২-১৯৪১)
অ্যা ডেলিন ভার্জিনিয়া উলফকে মনে করা
হয় গত শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী আধুনিকতাবাদী এবং Stream
of consciousness বা চেতনার প্রবাহকে একটি বর্ণনামূলক কৌশলে পরিণত করার
অগ্রদূত। ১৮৮২ সালের ২৬ জানুয়ারি লন্ডনের
একটি শিক্ষিত ও সংস্কৃতমনা পরিবারে ভার্জিনিয়া উলফ জন্মগ্রহণ করেন। তার পিতা
স্যার লেসলি স্টিফেন ছিলেন একাধারে শিক্ষাবিদ, লেখক, সমালোচক ও ঐতিহাসিক। তিনি একজন খ্যাতিমান মানুষ ছিলেন।
ভার্জিনিয়া খুব ছোটোবেলা থেকেই তার
পরিবারের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের আনাগোনা প্রত্যক্ষ করেছেন তার পিতার সুবাদে। ভার্জিনিয়া উলফ এই সমাজ এবং এই ব্যক্তিবর্গ থেকেই তার উপন্যাসের
মালমশলা জোগাড় করেছেন।
শিক্ষিতা এই লেখিকার পড়াশুনার পরিধি ছিল ব্যাপক। বিখ্যাত প্রাবন্ধিক ও রাজনৈতিক প্রবন্ধ রচয়িতা লিওনার্ড উলফের সাথে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ
হয়েছিলেন। ভার্জিনিয়া উলফ কোনো গভীর চিন্তাভাবনা দ্বারা চালিত
হননি । সমাজ এবং সামাজিক কোনো ভাবনা
তাকে খুব একটা পীড়া দেয়নি। প্রগতিশীল ধ্যান-ধারণার প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ ছিল না। ভার্জিনিয়া ছিলেন ভাববাদী
চিন্তাচেতনায় বিশ্বাসী। তাই সামাজিক পটভূমিকে কেন্দ্র করে মানব চরিত্র অংকন করাকে তিনি একটা ভুল ব্যাপার মনে
করতেন। তিনি ভাবতেন
মানুষের সাথে সমাজের কোনো সম্পর্ক নেই। মানুষ নিজে নিজেই ভেতরে ভেতরে বিকশিত হয়ে ওঠে। মনের গভীরের সেই চেতনাপ্রবাহ তখন
বাইরের জগৎ কিংবা ঘটনা দ্বারা পরিমাপ
করা যায় না। অতএব মানব হৃদয়ের চেতনার যে গতিবেগ। সেই গতির আসল রূপই হলো বাস্তব।
ভার্জিনিয়া মানব মনের গতিবেগের জটিল স্বরূপটিকে উন্মোচিত করতে চেয়েছিলেন। কিছুটা জেমস জয়েসের চিন্তা, “ইউলিসিস” তাকে রীতিমতো প্রভাবিত করেছিল । ভার্জিনিয়া উলফের রচনায় জটিল জীবন জিজ্ঞাসার কোনো সন্ধান মিলবে না। তবে মানব হৃদয়ের দুর্গম রহস্যের জটিল দিকটার স্বরূপটা বোঝা
যাবে। ভার্জিনিয়া উলফের
রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে দি ভয়েজ আউট (১৯১৫), মিসেস ডেলওয়ে (১৯২৫), টু দি লাইট হাউস (১৯২৭), দি ওয়েভস (১৯৩১) অন্যতম। ১৯৪১ সালের ২৮ মার্চ এই মহান লেখিকা পরলোক গমন করেন।
Woman and Fiction - Virginia Woolf - Bangla Translation
এক নজরে ভার্জিনিয়া উলফ
নামঃ অ্যাডেলিন ভার্জিনিয়া স্টিফেন
ডাক নামঃ স্টিফেন
জন্মঃ ২৫ জানুয়ারী ১৮৮২, লন্ডন ইউকে।
মৃত্যুঃ ২৮ মার্চ ১৯৪১, সাসেক্স,
ইউকে।
পেশাঃ ঔপন্যাসিক, প্রাবন্ধিক,
সমালোচক ও প্রকাশক।
উল্লেখযোগ্য কর্মঃ টু দ্যা লাইটহাউজ,
মিসেস ডেলওয়ে।
No comments:
Post a Comment