Total Pageviews

Sunday, January 6, 2019

King Oedipus - Bangla Translation - Part 16 রাজা ঈডিপাস বাংলা অনুবাদ পর্ব ১৬ - শেষ পর্ব

Oedipus and his daughters
King Oedipus - Bangla Translation  -  Part 16 রাজা ঈডিপাস বাংলা অনুবাদ পর্ব ১৬ - শেষ পর্ব


পর্ব ১৫ লিঙ্ক 
King Oedipus - Bangla Translation  -  Part 16 রাজা ঈডিপাস বাংলা অনুবাদ পর্ব ১৬ - শেষ পর্ব
পর্ব ১৬ শুরুঃ
ঈডিপাস : মহান ঈশ্বর তোমার মঙ্গল করুন। ক্রেয়ন, এখন থেকে তুমিই হবে ওদের একমাত্র আপনজন। কোথায় আমার সন্তানেরা। এসো, তোমাদের ভ্রাতার হাত ধরো, সে এমনই এক দুরাত্মা যার মাতা তোমাদেরও মাতা, পাপের কারণে সে তার চোখ বিনষ্ট করেছে, সে তার মাতার গর্ভে সন্তান উৎপাদন করেছে। আমি যখন ভাবি অদূর ভবিষ্যতে তোমরা কি অসহনীয় জীবনই না যাপন করবে। আমার বুক ফেটে কান্না আসে। আমার দুচোখ নেই তাই কাঁদতে পারছি না, আমার হয়ে তোমরা কাঁদো। এ নগরীতে তোমরা কার সাথে ঘুরবে ফিরবে? কোন অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে হয়ত তোমরা অশ্রুবিসর্জন করতে করতে ফিরে আসবে। তোমাদের যখন বিয়ের বয়স হবে তখন এমন কেউ কি আছে যে সমস্ত অপমান আর মানুষের ব্যঙ্গবিদ্রুপ উপেক্ষা করে তোমাদের বিয়ে করতে এগিয়ে আসবে? পুরোটা জীবন তোমাদের দুঃখবেদনা আর উপহাস বয়ে বেড়াতে হবে- এর কারণও আছে। তোমাদের পিতা তার পিতাকে হত্যা করে তার মাতার গর্ভে তোমাদের জন্ম দিয়েছে। লোকজন এসব বলে তোমাদের বিদ্রুপ করবে। সে কারণে কেউ তোমাদের বিয়ে করতে রাজি হবে না, যে কারণে তোমাদের কুমারী অবস্থায় কাটাতে হবে। শুকিয়ে যাবে তোমাদের জীবন - যৌবন। অতএব মেনোয়াস পুত্র, তুমিই হবে তাদের একমাত্র পালক পিতা, কারণ এদের কোন পিতামাতা নেই। দেখো, এরা যেন অসহায়ের মতো পথে প্রান্তরে ঘুরে না বেড়ায়। এরা তো তোমারও একান্ত আপনজন। আমার অপকর্মের প্রসঙ্গ উথাপন করে এদেরকে ব্যঙ্গ কোরো না। শৈশবেই ওরা নিঃসহায় হল, তুমি এদের দেখাশুনা কোরো। আমার হাত স্পর্শ করে শপথ করো (ক্রেয়ন হাত বাড়িয়ে দেয়) প্রিয় সন্তানেরা আমার, তোমরা বয়োপ্রাপ্ত হলে আমি তোমাদের অনেক মূল্যবান উপদেশ প্রদান করতাম। তবে তোমাদের একটি কথা বলি, দেবতাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবে, ভাগ্য তোমাদের যেদিকে চালিত করে সেদিকেই চলবে এবং সেখানেই অবস্থান করবে। তোমাদের জীবনটা যেন তোমাদের পিতার জীবনের চাইতে সুখকর হয়।
ক্রেয়ন : যথেষ্ট হয়েছে, এবার তুমি প্রাসাদের ভেতরে যাও।
ঈডিপাস : এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে না হলেও মেনে নিলাম।
ক্রেয়ন : আস্তে ধীরে সবকিছুরই সুফল আসে শেষে।
ঈডিপাস : তুমি যে প্রতিজ্ঞা করেছ তার কী হল?
ক্রেয়ন : কী প্রতিজ্ঞা?
ঈডিপাস : আমাকে যে দূরে পাঠিয়ে দেবে।
ক্রেয়ন : দেবতারা এ সিদ্ধান নেবেন, আমি নই।
ঈডিপাস : না, ঈশ্বর নয়, আমার সাথে কথা বলো।
ক্রেয়ন : ঠিক আছে, তোমার ইচ্ছেটাই বহাল থাকবে।
ঈডিপাস : তাহলে এ বিষয়ে মত প্রদান করছ তুমি?
ক্রেয়ন : আমি অজ্ঞানীর মতো কথা বলি না।
ঈডিপাস : [পরিতৃপ্ত হলেও ভেতরে অনিচ্ছা নিয়ে] তাহলে এবার নিয়ে যাও আমাকে।
ক্রেয়ন : চলো (ঈডিপাস সামনে অগ্রসর হল, এখনো সে তার সন্তানদের আঁকড়ে ধরে আছে) এবার তোমার সন্তাদের ছাড়ো।
ঈডিপাস : না, ওদেরকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ো না!
ক্রেয়ন : বেশি কর্তৃত্ব ফলিয়ো না। তোমার রাজত্বকাল শেষ [ঈডিপাসকে টেনে নিয়ে যায়]
কোরাস : থেবসের সন্তানেরাতাকাও, এই সেই ঈডিপাস, যে ছিল এক মহান ব্যক্তি, যে একদা জটিল এক ধাঁধার উত্তর প্রদান করে রাজ্য লাভ করেছিল। দেখো, আজকে এক ভয়াল বেদনা বিক্ষুব্ধ সলিলে নিমজ্জিত হয়ে তার পুরোটা জীবন ধ্বংস হতে যাচ্ছে। অতএব, মেনে নাও, মরণশীল মানব কখনোই জীবনের শেষ প্রান্তের কথা জানতে পারে না। সে কারণে যত দিন না কোন মানব তার জীবনের চলার পথের শেষ সীমানাটুকু অতিক্রম করতে সমর্থ হয় ততকাল তাকে পুরোপুরি সুখী মানব বলা যাবে না।

                 --------- সমাপ্ত ---------


4 comments: