Total Pageviews

Saturday, December 8, 2018

What is Oxymoron? - Brief Discussion - অক্সিমোরন কি ? বাংলা



what is oxymoron
What is Oxymoron? - Brief Discussion

ইংরেজি শব্দটি oxymoron, গ্রীক শব্দ oxis এবং moros থেকে ১৬৫৭ সালে প্রথম শব্দটি ইংরেজিতে প্রচলিত হয়েছে। oxis অর্থ "ধারালো, তীব্র", moros অর্থ "আহাম্মক"। Oxymoron একবচন। আর এর বহবচন হল Oxymora।  Oxymoron এর আধুনিক অর্থ দাঁড়িয়েছে - এমন সব শব্দগুচ্ছ (সাধারনত দুই শব্দ) যেগুলো ভীষনভাবে পরষ্পর বিরোধী। অর্থাৎ দুটি পরস্পর বিরোধী শব্দ একটি মাত্র অভিব্যক্তিতে আবদ্ধ করে একটি ধাঁধার ভাব কল্প তৈরী করা হয় তাকে অক্সিমোরন বলে। উদাহরনঃ Dark light অথবা Living dead কিংবা Guest host. অথবা wise fool, living death, cruel kindness, eloquent silence etc.
Oxymoron গুলো সাধারনত মেটাফিজিক্যাল পোয়েট্রিতে ব্যবহার করা হত। এছাড়া বর্তমানেও কবিতায় এটা ব্যবহার হয়।
উদাহরনঃ
A careless shoe-string, in whose tie
I see a wild civility 
- Delight in Disorder by Robert Herrick
শেক্সপিয়রের রোমিও এন্ড জুলিয়েট এ রোমিও তার Loving hate’ প্রকাশ করতে অনেকবার অক্সিমোরন ব্যবহার করেন।
যেমনঃ
O brawling love! O loving hate!
O anything of nothing first create!
O heavy lightness! Serious Vanity!
Mis-Shapen chaos of well-seeming forms!
Feather of lead, bright smoke, cold fire, sick Health!
Still-waking sleep, that is not what it is!
This love feel I, that feel no love in this
-    Romeo and Juliet by W. Shakespeare -  Act one scene one.

এছাড়া Hamlet আমরা দেখতে পাই
"I must be cruel only to be kind" (Hamlet)

রিচার্ড ক্র্যাশোর একটি কবিতায়ঃ
Welcome all wonders in one sight !
    Eternity shut in a span !
Summer in winter ! day in night !
    Heaven in earth ! and God in man !
Great little one, whose all-embracing birth
Lifts earth to Heaven, stoops Heaven to earth !
-An Hymn of the Nativity by Richard Crashaw


এভাবে খুজলে হাজার হাজার উদাহরন পাওয়া যাবে।

বাংলায় উদাহরনঃ

আমার মনে হলো "মডারেটর" ও "উচ্ছ্বাস" কে যোগ করে "উচ্ছ্বসিত মডারেটর" হবে একটি ভালো Oxymoron  বিপরীতার্থক বৈশিষ্ট্য সম্বলিত ধাঁধাঁ। Oxymoron এর একটা চমৎকার উদাহরন 'অসাম্প্রদায়িক বাঙালি চেতনা'। তথাকথিত 'বাঙালি চেতনা' নিজেই তো আপাদ মস্তক একটা সাম্প্রদায়িক ধারনা, তা আবার অসাম্প্রদায়িক হয় কি ভাবে?

No comments:

Post a Comment