The Canterbury Tales - At a glance - এক নজরে ক্যান্টারবারি টেলস
এক নজরে ক্যান্টারবারি টেলস
পুরো শিরোনামঃ দি
ক্যান্টারবারি টেলস।
গ্রন্থকারঃ
জিউফ্রে
চসার।
রচনার ধরনঃ কাব্য।
ধরনঃ বর্ণনাধর্মী কবিতাচরিত্র পরিচয়, ব্যঙ্গ, হাস্যরস, রোমান্স
ও
নীতিকাহিনী।
ভাষাঃ
মধ্যযুগীয় ইংরেজি ।
রচনার সময় ও স্থান : ইংল্যান্ড, ১৩৮৬ খ্রি. হতে ১৩৯৫ খ্রি.।
প্রথম প্রকাশের তারিখ : সম্ভবত পনের শতকের প্রথম দিক।
বর্ণনাকারীঃ প্রাথমিক বর্ণনাকারীর উল্লেখ নেই, পরবর্তী
বর্ণনাকারী তীর্থযাত্রী দল, যারা একের পর এক
কাহিনী
বলেছেন।
দৃষ্টিভঙ্গিঃ কাব্যের ভূমিকায় প্রথম পুরুষে বর্ণনা,
পরবর্তীতে কাব্যে
উল্লেখিত
তীর্থযাত্রীদের
গল্প
বলার
মধ্য
দিয়ে
পুরো
কাহিনী
অগ্রসর
হয়েছে।
বৈশিষ্ঠ্যঃ
কাহিনী
আবর্তিত
হয়েছে
হাস্যরস,
উচ্চাকাজক্ষা, ধর্মভীরুতা, ইহজাগতিকতা, শ্লীল
ও
অশ্লীলতা, কৌতুক, ইত্যাদি
আশ্রয়
করে
।
কালঃ অতীতকাল।
রচনার সময়কাল : চতুর্দশ শতকের শেষ দিক ।
ঘটনার শুরুর
স্থান
: ক্যান্টারবারি যাওয়ার রাস্তায় অবস্থিত ট্যাবার্ড
সরাইখানা
।
ঘটনার মূল নায়কগণ : নির্দিষ্ট বিশেষ কোনো মূল ব্যক্তি নেই। চসারের
উদ্দেশ্য
ছিল
প্রতিটি
তীর্থযাত্রীর মুখ থেকে কাহিনী
পরিবেশন
করানো,
তবে
কোনো
কোনো
কাহিনীতে
কিছু
মূল
চরিত্র
লক্ষ
করা
যায়,
যেমনঃ নাইটের
গল্পে
আরকাইট
ও
পলোম্যান,
নানস
প্রিস্টস
টেলসের
মোরগ
চ্যান্টিক্লিয়ার
ইত্যাদি।
মূল দ্বন্দঃ চরিত্রসমূহের ভেতরে উদ্ভূত নানা সমস্যা,
কাহিনীসমূহে উদ্ভূত
জটিলতা তীর্থযাত্রীদের
মাঝেকার
শ্রেণী
দ্বন্দ,
প্রতিটি
তীর্থযাত্রীর আলাদা
বৈশিষ্ট্য, তাদের
পেশাগত
নানা
পার্থক্য
ইত্যাদি।
উদ্ভূত
প্রতিক্রিয়াঃ ক্যান্টারবারি তীর্থের উদ্দেশে যাত্রাকারী তীর্থযাত্রীদের
মাঝে
অনুষ্ঠিত
গল্প
বলার
প্রতিযোগিতা এসব
গল্প
বিচারের
জন্য
বিচারক
তৈরি।
চূড়ান্ত প্রতিক্রিয়াঃ তেমন
কোনো
প্রতিক্রিয়া নেই।
শেষ প্রতিক্রিয়াঃ তেত্রিশ
জনের
গল্প
বলা
শেষ
হলে
পাপ
মোচনের জন্যে সবার প্রার্থনা।
মূল সুরঃ বন্ধু
ও
সঙ্গীর
গুরুত্ত্ব, গির্জার অনিয়ম।
মূল বিষয়বস্তু : রোমান্স, নীতিকাহিনী।
প্রতীকঃ বসন্তকাল,
বেশভুষা,
চরিত্র
নির্ণয়।
ঘটনার পূর্বাভাসঃ নেই।
নির্বাচিত
টিকাসমূহঃ
A New Rechel: রাচেল হলেন বাইবেলোক্ত জ্যাকবের পত্নী ও
জোশেফের মাতা।
মধ্যযুগে
তারা
রীতিমত
সম্মানের
সাথে
বন্দিত
হতেন।
Amphior : থিবসের রাজা,
সুরেলা
কণ্ঠের
জন্য
খ্যাতিমান ছিলেন।
Apollo : সূর্যদেবতা।
Archbishop Dunstan : আর্চবিশপ অব ক্যান্টারবারি (৯২৪-৯৮৮)।
Argus : পুরাণোক্ত শত চক্ষুবিশিষ্ট দানব, যে দানব মূল্যবান সম্পদ পাহারা
দিত।
Arnold : পনের শতকের বিখ্যাত ফরাসি চিকিৎসক।
Avicenna : আরবীয় চিকিৎসক। যার চিকিৎসাশাস্ত্র
বিষয়ক
গ্রন্থে
বিষাক্ত বিষয়গুলো উল্লেখ করেছেন।
Azure : এক ধরনের দামি পাথর, বর্তমান নাম Lapiz Lazuli.
Bacchus : সুরা দেবতা।
Bab up and down : ক্যান্টারবারির নিকটবর্তী একটি শহর ।
Balogna
: চসারের
সময়ে
সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও চিকিৎসাবিজ্ঞানে অগ্রসর
একটি
কেন্দ্র।
Cato : বিখ্যাত
রোমান
লেখক
ও
বক্তা।
Centaurs : অর্ধ অশ্ব ও অর্ধ মানব আকৃতির পুরাণোক্ত জীব, পুরাণমতে জঙ্গলে তার আবাস ।
Cerberus : পুরাণোক্ত তিন মাথা ও সাপের লেজযুক্ত পাতালপুরির গেটের পাহারাদার।
Cicero : রোমান লেখক ও বিখ্যাত বক্তা।
Croesus : লিডিয়ার রাজা।
Delphi : প্রাচীন গ্রিক নগরীর যে স্থান হতে দেবতা অ্যাপোলো দৈববাণী করতেন।
Ganelon of France : ফরাসি মহাকাব্য chanson de Raland-এর একটি
চরিত্র।
Greyn : চসারের সময়ে এ শব্দটির নানা অর্থ ছিল, বিশেষ করে শস্যদানা, মুক্তাদানা ইত্যাদি।
Hasdrubal : কার্থেজের রাজা।
in principio/Mulier est hominis confusio : ল্যাটিন ভাষায়
নারী
পুরুষের
পতনের
কারণ,
চসারের
নানস
প্রিস্ট
টেলের
নায়িকা
মুরগি
পার্টোলোট বলেছে, নারী পুরুষের আনন্দের উৎস।
Jason : গ্রিক নাটক মিডিয়ায় উল্লেখিত নায়িকা মিডিয়ার স্বামী।
Paris : হোমারের ইলিয়াড মহাকাব্যে উল্লেখিত সুন্দরী রমণী হেলেনের অপহরণকারী ট্রয়ের রাজপুত্র।
Juno : রোমান পুরাণমতে দেবরাজ জুপিটারের রানী।
Iscariot : যিশু খ্রিষ্টের কাছাকাছি অবস্থান করে পরে তার পক্ষ ত্যাগ করে।
Lancelot of the lake : রাজা আর্থারের গোলটেবিলের বিখ্যাত নাইট।
Lepe : স্পেনের নগরী, কড়া মদের জন্য বিখ্যাত।
Livy : রোমান ঐতিহাসিক (৫৫ খ্রি. পূ.)
Mead : মধু থেকে তৈরি এক ধরনের কড়া মদ।
Minotaur : ঘাড়ের মাথা ও মানুষের শরীরবিশিষ্ট পুরাণোক্ত দানব।
Orpheus : পুরাণোক্ত বিখ্যাত বাদক, যে বীণা বাজিয়ে পাতালের প্রহরীকে মুগ্ধ করে নিজের মৃত স্ত্রীকে ফিরিয়ে এনেছিল।
Pallas : দেবী এথেনি।
Phebus : দেবতা অ্যাপোলোর অপর নাম ।
Pluto and Proserpina : পরি রাজ্যের রাজা-রানী।
Pyrrhus : যে গ্রিক সেনা ট্রয়রাজ প্রায়ামকে হত্যা করেছিল।
Saint Augustine: বিখ্যাত খ্রিষ্টান ধর্মযাজক, সিটি অব গড গ্রন্থের
রচয়িতা।
Seneca : রোমান দার্শনিক ও লেখক।
St. Helen : কনস্টানটাইনের মাতা।
Tartary : রাশিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত রাজ্য ।
Taurus : রাশি চক্রের বৃষ রাশি ।
Telephus : মাইসিয়ান রাজা ।
Zion : চসারের সময়কালের উল্লেখযোগ্য নগরী।
অ অসংখ্য ধন্যবাদসংখ্য ধন্যবাদ
ReplyDelete