Total Pageviews

Friday, December 14, 2018

Elegy written in country church yard by Thomas Gray Bangla word meaning - এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড বাংলা শব্দার্থ

Elegy written in a country churchyard word meaning
Elegy written in country church yard by Thomas Gray Bangla word meaning  - এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড বাংলা শব্দার্থ 
অন্যান্য লিনক সমূহ
১।মূল ইংরেজি কবিতার লিনক
২।মূল কবিতার বাংলা অনুবাদ 
৩।বাংলায় কবিতাটির সারমর্ম, আলোচনা ও কবির জীবনী
৪।১ম বর্ষের অন্যান্য কবিতা ও গল্পের অনুবাদের লিনক  
শব্দার্থ সংক্ষিপ্ত টিকা

Curfew - সন্ধ্যাবেলার ঘণ্টাধ্বনি, যে ঘণ্টাধ্বনি রাত্রি সূচিত করে। সান্ধ্য আইন
Toll -ধ্বনিত হওয়া
Herd -ভেড়ার পাল।
Wind - এখানে বাতাসের বয়ে চলা।
Blazing -উজ্জ্বলতা নিয়ে জ্বলতে থাকা
Jocund - মনোরোম
Knell - যে শব্দ মৃত্যুর কথা স্মরণ করায়।
Lowing - ষাড় কিংবা ভেড়ার পালের কণ্ঠধ্বনি।
Lea - চারণ ভূমি
Plod - ক্লান্তিজনিত কারণে ধীর পদক্ষেপে চলা।
Glimmering - অস্পষ্ট ভাবে নজরে আসা।
Save - এখানে বাদ দেয়া, ত্যাগ করা।
Lull- ঘুমের আবাস সন্ধান
Incense-breathing - ফুলের সুগন্ধি ছড়িয়ে পড়া।
Sickle - ঘাস কাটার যন্ত্র বা-কীাচি। -
Furrow - লাঙল দ্বারা মাটি চষা।
Stubborn - কঠিন।
Glebe মৃত্তিকা।
Sturdy - শক্তিশালী
Grandeur -অভিজাত মানুষ৷
Weary - ক্লান্ত
Heraldry - অভিজাত পরিবারের প্রাচীন ইতিহাস।
Droning - নিরন্তর গুঞ্জনধ্বনি
Pomp of power - শক্তির প্রভাব।
Tinkling - ভেড়ার গলায় বাঁধা যুজুরের কিংবা ছোট ঘন্টার টুং টাং আওয়াজ।
Trophies- স্মৃতিসৌধ  
Aisle - গির্জার সরু প্যাসেজ
Falds - ভেড়ার পালকে খোয়াড়ে আবদ্ধ করা
Mansion - শরীর
Ivy mantled tower - আইভি লতা ছাওয়া গম্বুজ  
Unfathom – গভীরতা মাপা যায় না এমন
Some mute - নীরবতা।
Moping- বিষাদগ্রস্ত
Inglorious - নিরানন্দ।
Rugged elms -  ম্যাপল বৃক্ষের অমসৃণ গুঁড়ি
Senates - পার্লামেন্ট।
Annals - এখানে তিহাস
Forbade - নিষেধ করা, মানা করা।
Inevitable hour - মৃত্যুক্ষণ, যা অতিক্রম করা যায় না।
Circumscrib'd - চারপাশ থেকে বেষ্টন করা।
Vault - কারুকাজ করা ধনুকাকৃতি ছাদ।
Ingenuous - এখানে মূল, প্রাকৃতিক।
Long-drawn - গীর্জার ভেতরের করিডোর
Pride – ধনী গর্বিত লোক।
Incense - প্রার্থনার সময় জ্বালানো সুগন্ধি।
Pealing - সঙ্গীতের তালে ঘন্টাধ্বনি
Muse's flame - কবিতার প্রাণ
Bust - মূর্তি
Madding - কোলাহল পূর্ণ।
Pregnant with - পরিপূর্ণ।
Stray - ইতস্তত ঘুরে বেড়ানো
Spoils of time - সময়ের অপচয়।
Vale of life এখানে শান্তিপূর্ণ জীবনে কথা বলা হয়েছে।
Current of the soul – আত্মার স্পন্দন।
Serene Holy text- বাইবেল থেকে উদ্বৃতি।
Heaves - শ্বাস-প্রশ্বাসের ওঠানামা
Silent dust ধূলিতে মিশে যাওয়া মানব দেহ
Turf - সমতল ভূমির খাটো ঘাস।
Hamlet - ছোটো গ্রাম
Penury - চূড়ান্ত দারিদ্র্য
Clarion - উচ্চস্বর
Dauntless breast - সাহসী হৃদয়
Hampden - জন হাম্পডেন (১৫৯৪-১৬৪৩) চার্লস ১ম-এর শাষনামলে বাকিংহাম শায়ায়ের M.P.  চার্লস ১ম-এর বিরুদ্ধে যুদ্ধে নামেন পরে হেরে গিয়ে চার্লসের সৈন্যদের হাতে নিহত হন।
Lowly bed - কবর
Blazing fireplace - জ্বলন্ত চুলা।
Ply এখানে গৃহ স্বামীর পরিচর্যা
Lisp - শিশুর কোলাহল
Sire’s সম্মানিত পিতৃপুরুষ
Rill - এখানে ঝরনা
Disdainful-অবজ্ঞাপূর্ণ
Dirges- শোকযাত্রার সঙ্গীত।
Borne - এখানে সঙ্গীত কিংবা কবিতা
Uncouth – অমার্জিত,গেয়ো
Decked - চিত্রিত।
Piousdrops - পবিত্র আশির্বাণী ঝরে পড়া
Strews - ছড়িয়ে ছিটিয়ে পড়া।
Yonder nodding beech - বাতাসে বিচ গাছের ডালের কম্পন
Unlettered muse – গ্রাম্য অশিক্ষিত কবি।
Precincts - কোন জায়গার সীমানা দেয়াল।
Woeful wan- বিষণ্ণ পাণ্ডুর।
Some Pious drops- সহানুভূতির অশ্রু।  
Yon aged thorn - পুরনো কাটাযুক্ত গাছ।
Array - বহন করা
Lay - খোদাই করা
Kindred spirit - একই জাতি গোষ্ঠির মানুষ।
Wan - বিষন্নতায় স্নান
Swain - সাধারণ কৃষক
Crossed - হতাশাগ্রস্ত
Wreathes - জড়ানো, পরিবেটন করা
Grav’d- পুরনো হথর্ন বৃক্ষের তলা।
Listless – অলস
Bounty — দানশীলতা
Pare upon একাগ্র ভাবে বিবেচনা করা
Recompense - মৃতদের জন্য কবর
Rove – ইতস্তত পরিভ্রমণ

Abode - এখানে শান্তিতে শয়ান

1 comment:

  1. ধন্যবা। জদি প্রত্যেক স্টানযা এর ব্যখ্যাদেওয়াত
    থাকতো উপকার হতো।
    thanks.......

    ReplyDelete