Mowing - Robert Frost- Bangla
মৌয়িং – সনেট
কবি এই কবিতায় নিজেকে একজন মৌয়ার বা ফসল কর্তনকারী হিসেবে চিন্তা করেছেন। বনের পাশেই জমিতে তিনি কাজ করছিলেন আর তার কাস্তেটি আস্তে আস্তে ফিসফিসিয়ে কিছু বলছে। তিনি ভাবলেন কাস্তেটি হয়তো সূর্যের তাপ নিয়ে কিছু বলছে বা আশেপাশের নিস্তব্ধতা নিয়ে কথা বলছে বা হয়তো কিছুই বলছেনা। এখানে কিছু অলস লোকের কথাও বলেছেন যারা ভাবে সম্পদ হয়তো কোন পরীর হাতে এবং যাকে ভাল লাগে তাকে সে তা দান করে। কিন্তু কবি ও তার কাস্তে উভয়েই কাজ করতে ভালবাসে। দুইজনেরই সত্য এবং কঠিন বাস্তবতার প্রতি আসক্তি রয়েছে।
কবি অবশেষে প্রকাশ করলেন তার কাস্তে টি আসলে কি বলেছে। আর তা হল বাসবে সবচেয়ে সুন্দর স্বপ্ন শুধুমাত্র শ্রমিকরাই বুঝে বা জানে। কারন তা কঠিন পরিশ্রমের মাধ্যমেই লাভ করা যায়। একজন শ্রমিক কখোনোই জীবনের বাস্তবতা ছেড়ে সুন্দর স্বপ্ন বা কল্পনার জগতে পালিয়ে বেড়ায় না। সে কাজ, সততা ও আন্তরিকতার মাঝেই সবচাইতে বেশী আনন্দ লাভ করে । এই কবিতার মূল শিক্ষা হল , “ভাব কল্পনার থেকে বরং বাস্তব জীবনের কঠোর পরিশ্রমই আমাদের আসল আনন্দ দিতে পারে”।
মূল কবিতাঃ
Maruf Mahmood
M.A. in English
Dhaka College
কবি অবশেষে প্রকাশ করলেন তার কাস্তে টি আসলে কি বলেছে। আর তা হল বাসবে সবচেয়ে সুন্দর স্বপ্ন শুধুমাত্র শ্রমিকরাই বুঝে বা জানে। কারন তা কঠিন পরিশ্রমের মাধ্যমেই লাভ করা যায়। একজন শ্রমিক কখোনোই জীবনের বাস্তবতা ছেড়ে সুন্দর স্বপ্ন বা কল্পনার জগতে পালিয়ে বেড়ায় না। সে কাজ, সততা ও আন্তরিকতার মাঝেই সবচাইতে বেশী আনন্দ লাভ করে । এই কবিতার মূল শিক্ষা হল , “ভাব কল্পনার থেকে বরং বাস্তব জীবনের কঠোর পরিশ্রমই আমাদের আসল আনন্দ দিতে পারে”।
মূল কবিতাঃ
Mowing
BY ROBERT FROST
There was never a sound beside the wood but one,
And that was my long scythe whispering to the ground.
What was it it whispered? I knew not well myself;
Perhaps it was something about the heat of the sun,
Something, perhaps, about the lack of sound—
And that was why it whispered and did not speak.
It was no dream of the gift of idle hours,
Or easy gold at the hand of fay or elf:
Anything more than the truth would have seemed too weak
To the earnest love that laid the swale in rows,
Not without feeble-pointed spikes of flowers
(Pale orchises), and scared a bright green snake.
The fact is the sweetest dream that labor knows.
Maruf Mahmood
M.A. in English
Dhaka College
No comments:
Post a Comment