Total Pageviews

13,483,178

Friday, January 22, 2016

বিয়ে

বাবা ছেলেকে ডেকে কথা বলছেন। গুরুত্বপূর্ণ কথা বলবেন।
বাবাঃআমি চাই তুমি আমার পসন্দ করা মেয়েকে বিয়ে করবে!!!  
ছেলেঃঅসম্ভব! তাছাড়া আমার পসন্দ হওয়া দরকার।
বাবাঃআমি বিল গেটসের মেয়েকে দেখেছি।  তোমার জন্যে আমার পসন্দ হয়েছে।
ছেলেঃতাহলে ঠিক আছে।

বিল গেটস

এবার বাবা বিল গেটসের সাথে দেখা করলেন।
বাবাঃআমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিতে চাই।
বিল গেটসঃঅসম্ভব!
বাবাঃদেখুন,  আমার ছেলে, ওয়ার্ল্ড ব্যাংকের সি ই ও।
বিল গেটসঃতাহলে আমি রাজি।
এবার বাবা ওয়ার্ল্ড ব্যাংকে গেলেন।
ব্যাংকের প্রেসিডেন্ট এর সাথে দেখা করলেন।



প্রেসিডেন্ট কিম


বাবাঃআমার ছেলেকে আপনার ব্যাংকে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে!  
প্রেসিডেন্টঃঅসম্ভব!
বাবাঃআমার ছেলে হল বিল গেটসের মেয়ের জামাই।
প্রেসিডেন্টঃতাহলে ঠিক আছে।

No comments:

Post a Comment